প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সমস্যা সমাধানে এবার BPTA এর চিঠি শিক্ষা মন্ত্রীকে

0
42

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি(BPTA) এবার চিঠি দিল শিক্ষামন্ত্রীকে। প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যেইদিন থেকে নোটিশ জারি করেছে সেই দিন থেকেই শিক্ষকদের মধ্যে থেকে নানান অভিযোগ সামনে এসেছে।কারণ বেতন বৃদ্ধি নিয়ে যে নোটিশ বিকাশ ভবন থেকে পাব্লিশ করা হয়েছিলো সেখানে শুধু গ্রেড পে 2300 থেকে 2900 এবং 2600 থেকে 3600 র কথা বলা ছিল। প্রশিনক্ষণহীন দের পে বেন্ড 2 এবং প্রশিনক্ষণপ্রাপ্ত দের পে বেন্ড 2 থেকে পে বেন্ড 3 (7100 থেকে 37600) করার কথা বলা ছিল।

 

কিন্তু সেই নোটিশ এ ছিলনা কোন নিয়ম বা ফর্মুলা মেনে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। তেমনই ছিল না গ্রেড পে 2100,2800,2900,3100 কথা।ফলে তাদের কেমন ভাবে বেতন বৃদ্ধি হবে তা নিয়ে সমস্যায় পড়েছেন শিক্ষকরা।

 

এবার সেই সমস্যা দূর করতে “BPTA” চিঠি দিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।তারা চিঠিতে শিক্ষামন্ত্রীকে পে রিভিউ করার কথা জানিয়েছেন। এর ফলে পুরাতন শিক্ষকদের সার্থ কিছুটা রক্ষা পাবে।

 

চিঠিতে আরও তথ্য জানানো হয়েছে শিক্ষামন্ত্রীকে। যেমন 2006 সাল বা তারও আগে নিযুক্ত শিক্ষকদের বেসিককে ফিটমেন্ট ফ্যাক্টর 1.25 দিয়ে গুন করে নতুন বেসিক গঠন করা ইত্যাদি।

69361432 715996598852582 133824850161565696 n

যাদের গ্রেড পে 2300 থেকে 2900 করা হচ্ছে তাঁদের বেসিককে ফিটমেন্ট ফ্যাক্টর 1.17 দিয়ে গুন করে নতুন বেসিক তৈরির কথা বলা হয়েছে চিঠিতে।

67802676 715996665519242 6374610531105374208 n

 

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সাম্ভাব্য CALCULATOR নীচে দেওয়া হল

নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে বেতন বৃদ্ধি দেখতে এখানে ক্লিক করুন ।

কাউন্সিল চিঠি অনুসারে বেতন বৃদ্ধি দেখতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here