আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্কুলের (প্রি প্রাইমারি – পঞ্চম শ্রেণির জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দিশিকা প্রকাশ করেছে প্ৰাথমিক বোর্ড। আগামী শিক্ষাবর্ষের জন্য সিলেবাসের কিছু পরিবর্তন করা হয়েছে । সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল খেলাধূলা ও ব্রতচারীকে সিলেবাস এ অন্তর্ভুক্ত করা।
নীচে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে,খেলাধূলা উপর খুবই জোর দেওয়া হয়েছে। তাই দুপুরের খাবারের আগের ক্লাস টি যেন খেলাধূলার ক্লাস করানো হয়। এবং সেটা যেন প্রতিদিন করা হয়।
রাজ্যে সরকারের এই সিদ্ধান্তকে প্রায় সমস্ত প্রাথমিক শিক্ষক/শিক্ষিকা স্বাগত জানিয়েছে এবং কিছু শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন যে,বর্তমানে বেসরকারি স্কুলের সঙ্গে তাল মেলাতে এবং আধুনিক ভাবে পঠন পাঠন সঙ্গে তাল মেলাতে হল খেলাধূলা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ এর মাধ্যমে শিক্ষা দেওয়া হলে ছাত্র ছাত্রীরা খুবই উপকৃত হবে।
TO READ PRIMARY TET RECRUITMENT AND COURT CASE UPDATE CLICK HERE
TO READ UPPER PRIMARY TET RECRUITMENT AND COURT CASE UPDATE CLICK HERE