এই মহুর্তে টেট 2015 ভুল প্রশ্ন মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্দেশে চূড়ান্ত বিপাকে পর্ষদ৷ গতবছর অক্টোবরের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ প্রতিভা মণ্ডলের কেসের নির্দেশকেই বহাল রাখাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷
ফলে, যাঁরা ভুল ৬ টি বা ৭ টি প্রশ্নের জবাব দিয়েছেন বা দেননি, তাঁদের দিতে হবে পূর্ণ নম্বর৷ ফলে, নম্বর বাড়লে বদলে যেতে পারে মেধা তালিকা ৷ আগে বসির আমহেড এর কেস সিঙ্গেল বেঞ্চে খারিজ কড়ে দিয়েছিলো । এবং পরে তাঁরা এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট এ যাই । সেখানে আবার তাঁদেরকে কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মামলা করতে বলা হয়। আজ সেই মামলার রায় বেড়িয়ে এল।
আগের কেসে অর্থাৎ প্রতিভা মণ্ডল এর কেসে শুধু পিটিশনার (প্রায় ৫০০থেকে ৬০০ জন ) দের খাতা মূল্যায়ন এর কথা বলেছিল কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ। এবার সমস্ত পরীক্ষা পদ প্রার্থীদের খাতা মূল্যায়ন এর কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে।এর ফলে মেধাতালিকা সংশোধন হতে পারে বলে জানিয়েছে আদালত ৷
তবে আরও আপডেট পেতে কোর্ট অর্ডার কোপির অপেক্ষা করতে হবে।
সমস্ত ডিটেইলস তথ্য কোর্ট কপি সহ একটু পরে জানানো হবে।