নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে তার সঙ্গে শুরু হবে কলেজে ভর্তির পালা। ঠিক তার আগে বিভিন্ন দুর্নীতি রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। 2018 সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পরিবর্তন হচ্ছে কলেজে ভর্তির কিছু নিয়ম।
এবার পুরো ভর্তি প্রক্রিয়াই অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন কলেজ কর্তৃপক্ষগুলির সঙ্গে এক বৈঠকের পর এমনটাই জানান তিনি।
অনেক ভাবনা-চিন্তা করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পার্থবাবু। এ ক্ষেত্রে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। একমাত্র ক্লাস শুরু হওয়ার সময়ই পড়ুয়াকে কলেজে আসতে হবে। ক্লাস শুরু হওয়ার আগেই নথি যাচাই করে নেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ, ফর্ম বিলি থেকে থেকে শুরু করে লিস্টে নাম বের হওয়া, যাবতীয় ফিস জমা দেওয়া এবং বাকি সব প্রক্রিয়াই অনলাইনে সাঙ্গ করা হবে।
উল্লেখযোগ্য হল এর আগেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন পত্র জমা নেওয়ার বেপারে আগ্রহ প্রকাশ করলেও সেটা বাস্তবায়ন হয় নি।
কিন্তু এবার অর্থাৎ এই শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা নেওয়া হবে বলে যানাজাচ্ছে ।