কেসটি আজ কে উঠার জন্য লিস্ট এ আছে, কিন্তু এখনো অব্দি কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। যেই এই কেস সম্পর্কে কিছু খবর পাবো আপনাদের জন্য নিয়ে আসবো।কিন্তু আজ কর পার্শ্বশিক্ষক দের যে কর্ম ও শারীরশিক্ষা কেস ২০২ ও ২০৪ ছিল তাঁর রেসাল্ট বের করে দিয়েছে wbssc । যা আপনারা নিজের ১৪ অংকের রোল নং এবং জন্ম তারিখ দিয়ে দেখে নিতে পারবেন।
আগে এই কর্ম এবং শারীরশিক্ষা কেস টিও পার্শ্বশিক্ষক দের যে 28890 কেস সেখানা যুক্ত ছিল যেটা ১৪ ই মার্চ লেটেস্ট judgment আসে এবং ঐ কেস থেকে এই কেস টিকে আলাদা করতে বলেন মাননীয় বিচারপতি। কিন্তু আবার অনেক এই কেস টির সজ্ঞে আপার প্রাইমারি যে কর্ম শিক্ষা ও শরীরশিক্ষা মামলা আছে 947 সেটাকে গুলিয়ে ফেলেছেন ,তাই আপনাদের কে বলতে চাই ওই কেস টির(মানে আপার প্রাইমারি) এখনো stay অর্ডার আছে ।
কোনো নুতুন আপডেট পেলে জানাবো