প্রাথমিক টেট ২০১৫ ভুল প্রশ্ন মামলার আপডেট

0
34
20190419 213001
PRIMARY TET 2015 WRONG ANS COURT CASE NEWS

প্রাথমিক টেট ভুল প্রশ্ন মামলা নিয়ে আজকের মূল প্রতিবেদনটি হল-

যেহেতু সুপ্রিমকোর্ট ফেরত বসির আহমেদ কেসটি ৫.৪.২০১৯ রেজিস্টার হলেও কবে কেসটি টি উঠবে তা নিয়ে এখনো কোন আপডেট পাওয়া যায় নি। তবে যেই দিন কোন আপডেট পাব সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করব । প্রথমে আপনাদের কে জানতে হবে যে প্রথমিক টেট ভুল প্রশ্ন নিয়ে মুলত তিনটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে কোলকাতা হাইকোর্টে । প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ মামলা সেটি হল প্রাথমিক পর্ষদ এর করা মামলা, তাঁরা পরিষ্কার ভাবে জানিয়েছে যে ২০১৫ টেট থেকে যা নিয়োগ হবার তা তাঁরা করে ফেলেছে তাই সেখান থেকে আবার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে কেন ? প্রথমে প্রথমিক ২০১৫ টেট ভুল প্রশ্ন নিয়ে মুলত প্রতিভা মণ্ডলরা কেস করেছিল এবং কোলকাতা হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দিয়েছিলো, যা দেখে বসির আহমেদ রা কেস করলেও সেই কেস পরে সুপ্রিম কোর্ট অবধি গোরাই, পরে
সুপ্রিম কোর্ট জানায় যে প্রাথমিক ২০১৫ ভুল প্রশ্ন নিয়ে যতো কেস আছে সেই গুলোকে এক করে ডিভিশন বেঞ্চ শুনানি করতে। তাই বসির আহমেদ কেসটি ৫.৪.২০১৯ তারিখে রেজিস্টার হলেও কোন দিন ক্ষণ এখনো সামনে আসেনি যে কখন সেটি উঠেবে কোলকাতা হাইকোর্টে । তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি উঠবে হাইকোর্টে ।

[su_youtube url=”https://youtu.be/BgNgxSX3TZI”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here