#BreakingNews
অপসারিত স্বরাষ্ট্র সচিব অত্রি, সিআইডি ডিআইজি রাজীব!
মাত্র কিছুক্ষনের সাংবাদিক বৈঠক আর তাতেই বিস্ফোরণ! জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের কয়েক মিনিটেই বোমা বর্ষিত হল রাজ্যের জন্যে। দেশের ইতিহাসে সম্ভবত প্রথম, নির্বাচনী হিংসা রুখতে কার্যত ব্যর্থ নির্বাচন কমিশন রাজ্যে ৩২৪ ধারা জারি করল৷ স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সিআইডি ডিআইজি পদ থেকে রাজীব কুমার কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তাঁকে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে কমিশন।
দেশে প্রথম ৩২৪ ধারা প্রয়োগ! রাজ্যে কালই শেষ ভোটপ্রচার, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক রাখতে আগামিকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে রাজ্যে শেষ দফার ভোট প্রচার বন্ধ করে দেওয়া হল।
কমিশন নির্দেশ দিয়েছে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যের জায়গায় তাঁর কাজকর্ম দেখভাল করবেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে।
Election Commission: This is probably the first time that ECI has invoked Article 324 in this manner but it may not be last in cases of repetition of lawlessness and violence which vitiate the conduct of polls in a peaceful manner. pic.twitter.com/j8oG4cwP6V
— ANI (@ANI) May 15, 2019
অপর দিকে নির্বাচন কমিশনের কমিশনের এই সিধান্তর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তিনি ‘‘কমিশনের এই সিদ্ধান্ত অসাংবিধানিক৷ পক্ষপাতদুষ্ট৷ বিজেপির নির্দেশের কাজ করছে নির্বাচন কমিশন৷ এই সিদ্ধান্তের পিছনে ষড়যন্ত্র রয়েছে৷’’
West Bengal CM, Mamata Banerjee: Election Commission’s decision is unfair, unethical and politically biased. PM Modi given time to finish his two rallies tomorrow. pic.twitter.com/nsU9l5TJ7u
— ANI (@ANI) May 15, 2019