রাজ্য সরকারি কর্মীদের অন্তত ৭ দিন আগে আবেদনপত্র জমা করতে হবে ছুটির জন্য। কর্মচারীদের ছুটি মঞ্জুর এবং সময়ে আবেদনপত্র জমা দেওয়ার ব্যাপারে এবার কড়া মনোভাব নিল নবান্ন। গত ২৫ শে এপ্রিল অর্থ দপ্তরের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা দেওয়া হয়েছে। ছুটি নিয়ে বাইরে যাওয়ার (স্টেশন লিভ) ক্ষেত্রে এই আবেদবপত্র জমা করতে হবে এবং তা করতে হবে যাত্রা শুরুর ৭ দিন আগে ।নীচে নোটিশ টি দেওয়া হল—–
উপরের নোটিশে দেখতে পাচ্ছেন যে,সেখানে বলা হয়েছে,
১)সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, একেবারে শেষ মুহূর্তে বহু কর্মী ছুটির আবেদনপত্র জমা করছেন।
২)সেই দিনেই তা মঞ্জুর করার জন্য কর্মীদের বাড়তি সক্রিয়তাও দেখাদিয়েছে।
৩)শেষ মুহূর্তে একসঙ্গে অসংখ্য আবেদনপত্র খুঁটিয়ে দেখে দ্রুত তা মঞ্জুর করার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে।
তাই এবার থেকে নির্দেশিকা অনুসারে,কর্মীদের ছুটি শুরুর অন্তত ৭ দিন আগে আবেদনপত্র জমা করতে হবে। লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি মঞ্জুর প্রক্রিয়াকে আরও মসৃণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
***তবে প্রয়োজনে বিশেষ আপদকালীন পরিস্থিতিতে ছুটি মঞ্জুরের ক্ষেত্রে কিছুটা নমনীয় অবস্থান নেওয়ার সুযোগও রয়েছে***।