16500 Primary teachers Recruitment court case updates,WBTET very big news

0
78

Latest news and updates are out about 16500 Primary teachers Recruitment court case.Here we discuss all news related to 16500 primary teachers recruitment.For more notification and recruitment related news please follow WBBPE{West Bengal Board Of Primary Education} Official Website that is www.wbbpe.org .

16500 Primary teachers Recruitment court case

প্রাথমিকের ১৬৫০০ পদে শিক্ষক নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে ফের কোলকাতা হাইকোর্টে মামলা হল।আজ সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে কোর্ট। এখানে ক্লিক করে সেই কেস নিয়ে আপডেট পেয়ে যাবেন{যখন আসবে}।

আপনারা জানেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে, ১৬৫০০ পদে আগে ২০১৪ টেট পাস দের থেকে নিয়োগ করা হবে। সেই মতন অনেকটাই কাজ সেরে ফেলেছে WBBPE{West Bengal Board Of Primary Education} প্রাথমিক পর্ষদ ।

ঐ ১৬৫০০ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য চলছে ইন্টারভিউ এর প্রক্রিয়া ,যা চলছে আগামী ১৭ ই জানুয়ারি অব্দি।

WB_Teachers_Recruitment_Updates_In_2020
WB_Teachers_Recruitment_Updates_In_2020

১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে সেই মামলা আজ কোলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতির রাজর্ষি ভরদ্বাজের এজলাসে উঠবে বলে খবর{সম্ভাবনা} রয়েছে ৷

আজ হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবে লক্ষ লক্ষ চাকরীপ্রার্থীরা। কি নিয়ে এই মামলা ? নীচে তাঁর বিস্তারিত আপডেট তুলে ধরা হল।

এখানে ক্লিক করে উচ্চ প্রাথমিকের অনলাইন আপ্লিকেসন নিয়ে সমস্ত আপডেট পেয়ে যাবেন>> WBSSC upper primary online application process

16500 Primary teachers Recruitment court case

মামলার বিষয়ঃ- মামলাকারীদের অভিযোগ NCTE{ন্যাশনাল স্কুল অফ টিচার এডুকেশনের গাইডলাইন} অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে সংশ্লিষ্ট শূন্য পদ অনুসারে ,কিন্তু দীর্ঘ ৬ বছর কোনও পরীক্ষা নেওয়া হয় নি অথচ সেই পুরাতন থেকে অর্থাৎ ২০১৪ সালের টেট পরীক্ষায় পাস দের থেকে,পুনরায় নিয়োগের জন্য ২৩ ডিসেম্বর ২০২০ সালে ফের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

16500 Primary teachers Recruitment court case
KOLKATA-HIGH-COURT

তাঁরা জানিয়েছে যে আগে{২০১৪ সালের টেট পরীক্ষায়} যোগ্যতা না থাকার কারণে তাঁরা সেই সময় চাকরী পাননি অথচ এখন তাঁদের নিয়োগের জন্য নোটিশ জারি করা হচ্ছে , যা সম্পূর্ণ অবৈধ এবং ন্যাশনাল স্কুল অফ টিচার এডুকেশনের গাইডলাইনের পরিপন্থী বলে অভিযোগ তুলে মামলা হয়েছে ৷

এই দিকে নতুন যে টেট পরীক্ষা ৩১ শে জানুয়ারি নেওয়ার কথা বলা হয়েছে সেই টেট পরীক্ষায় কত শূন্য পদ রয়েছে সেটাও স্পষ্ট নয়। মামলাকারীদের আশঙ্কা যদি ১৬৫০০ পদে শিক্ষক নিয়োগ করা হয় তাহলে নতুন প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় সেই রকম শূন্য পদ থাকবে না !!

ফলে দেখার এই মামলার কোন দিকে মোড় নেয় এবং আজ কোনও আপডেট কোলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে আসে কি না !! আমরা যখনই কোনও আপডেট পাবো সেটা সবার আগে আপনাদের সামনে আনার চেষ্টা করবো। তাই এই পেজটি বুকমার্ক করে রেখে দিন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন

To get more updates about 16500 Primary teachers Recruitment court case

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here