প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা যে প্রশ্ন ভুল মামলা সেটা কোর্টে আবার উঠতে চলেছে।
এই কেস টি হচ্ছে সুপ্রিমকোর্ট ফেরৎ প্রাথমিকে ভুল প্রশ্ন মামলা। কোর্টের cause list এ জুন মাসের ১০ তারিখে আছে। এখন দেখার বিষয় সেই কিছু হয় কি না ,কারন cause list থাকা মানে এই নয় সেই দিন ই শুনানি হবে ।
অপর দিকে শিক্ষামন্ত্রীর বক্তব্য যে বিভিন্ন কোর্ট কেস মিটলে নতুন টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিভিন্ন কোর্ট কেস যেমন ২০০৬,২০০৯, ২০১৫ প্রশ্ন ভুল মামলা ইত্যাদি।
শিক্ষামন্ত্ৰী আগেই জানিয়ে ছিলেন যে শিক্ষক নিয়োগ এর বিভিন্ন মামলা কোর্ট খুলেই রাজ্য সরকার খুব দ্রুত যাতে সেই সব মামলা গুলি মিটে যায় তাতে কোর্টে যাবে।
আপনাদের কে আগেও জানানো হয়েছিল যে কেস মিটলে বিভিন্ন সারপ্লাস শিক্ষকদের কে ট্রান্সফার করার পর শুন্য পদ দেখে শিক্ষক নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী সেই ভিডিও দেখতে হলে এখানে ক্লিক করুন।