2022 WB New Primary TET- জরুরি বৈঠকে বসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কমিটি ! নতুন টেট ,পরে থাকা নিয়োগ,মেরিট লিস্ট ! very big news

0
51

This Post Contents

2022 WB New Primary TET– এ বছরই নতুন প্রাথমিকের টেটের আয়োজন সহ একাধিক বিষয়ে আজ, শুক্রবার দিন এক জরুরি বৈঠক ডেকেছে পর্ষদ সচিব! আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি। গত ৯ সেপ্টেম্বর প্রথম বৈঠকে বসে এই অ্যাড হক কমিটি । সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। সেই দিন নতুন টেট নিয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের কথা আমরা জানতে পারি। বেশির ভাগ সদস্য এই বছর নতুন টেট আয়োজনে অপারগতার কথা জানান!

কমিটির সদস্যদের বক্তব্য যে এখন পর্ষদ যে ভাবে কাজ করতে চাই সেই কথা সুপ্রিম কোর্টকে জানানো হোক! প্রয়োজনে এককালীন ছাড় চেয়ে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টে। কারণ তাড়াতাড়ি করে নতুন (2022 WB New Primary TET) টেটের আয়োজন করতে গেলে সেখানে একধিক সমস্যা আসবে! তাই তাড়াতাড়ি না করে কিভাবে ত্রুটি মুক্ত ভাবে টেট পরীক্ষা নেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে!

2022 WB New Primary TET

TET_Examination_2022
2022 WB New Primary TET

নতুন টেট নিয়ে এত তাড়াতাড়ি সিধান্ত নিতে কেন কমিটি চাইছে না ?

এর জন্য একাধিক কারণ রয়েছে, কিছু কারণ নীচে দেওয়া হল-

  • সম্প্রতি দায়িত্ব নিয়েছেন পর্ষদের সভাপতি, তাই হাতে খুব কম সময় পেয়েছেন!
  • নতুন টেট নিতে গেলে একাধিক বিষয় দেখতে হবে। এত কিমি সময়ে সেই গুলো কিভাবে সম্ভব তা নিয়ে সংশয়!
  • প্রাথমিকে অতীত নিয়োগকে কেন্দ্র করে গুচ্ছ অনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই-ইডি।
  • ২০১৪ ও ২০১৭-র প্রাথমিক টেটে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ হাজারের বেশি প্রার্থী এখনও শিক্ষকতার চাকরি না পেয়ে আন্দোলন করছেন।

WB 2nd SLST vacancy Latest Updates নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন ।

এই পরিস্থিতিতে কেন ফের টেট আয়োজনের জরুরি ? সেই নিয়ে আজকে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে!

শুধুমাত্র নতুন টেট নয় ,আজকের আলোচনার বিষয় বস্তু একাধিক। নীচে আজকের আলোচনার কিছু বিষয় বস্তু শেয়ার করা হল-

১. নতুন টেট ।
২. পরে থাকা নিয়োগ ।
৩.বিভিন্ন মামলা ।
৪. ২০১৪ থেকে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ব্রেক আপ মার্কস আপলোড।
৫.আরও অন্যান্য বিষয়ে আলোচনা।
2022 WB New Primary TET

প্রাথমিকের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন।

এই দিকে গত কালকে পর্ষদ ২০১৪ সালে প্রাথমিকে টেটের ভুল প্রশ্ন মামলায় আদালতের নির্দেশে ১৮৫ জন শিক্ষককে স্কুলে নিয়োগের সুপারিশ করল। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে নোটিশ জারি করেছে। সচিব রত্না চক্রবর্তী বাগচি এক বিজ্ঞপ্তিতে ব্রেক আপ মার্কস দিয়েছে। সেখানে সংশ্লিষ্ট ১৮৭ জনের মধ্যে ১৮৫ জনের শিক্ষাগত যোগ্যতা, টেট এবং ইন্টাভিউয়ের প্রাপ্ত নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করেছেন।

২০১৪ সালের প্রাথমিক টেটের পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ ওঠে। এই নিয়ে কোর্টে একাধিক মামলা ও হয়েছিল এবং কিছু মামলা এখনও চলছে! হাই কোর্ট ওই প্রার্থীদের নম্বর দিয়ে দেওয়ার কথা বলে।পরেও নম্বর পাননি বলে কিছু প্রার্থী মামলা করেন ফলে তাঁরা কোর্টের নির্দেশ সত্ত্বেও তারা চাকরি পাননি ! এই অভিযোগ তুলে ফের কোলকাতা হাইকোর্টে তাঁরা মামলা ও করেন!

কোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই ভুল পর্ষদ করেছে এবং তা পর্ষদকে শুধরে নিতে হবে!
অবশেষে কোর্টের নির্দেশ মতন ঐ ১৮৭ জনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ১৯/০৯/২০২২ তারিখে এবং গতকালে ঐ ১৮৭ জনের মধ্যে ১৮৫ জনের সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশিত করলো পর্ষদ! সুপারিশ পাওয়া প্রার্থীদের ২৬ সেপ্টেম্বর নথি নিয়ে যোগাযোগ করতে হবে জেলা প্রাথমিক স্কুল পর্ষদ বা প্রাথমিক স্কুল পর্ষদের সঙ্গে।

2022 WB New Primary TET
2022 WB New Primary TET

প্রাইমারি টেটের Weightage Calculation – নিজের স্কোর নিজে চেক করুন- WB Primary Teachers Recruitment Weightage Calculation 2022 – Click here

এই সমস্ত প্রার্থীদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিজের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে (ডিপিএসসি) যোগাযোগ করে স্কুলে নিয়োগপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এই নোটিশটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন

FAQs

নতুন টেট কবে হতে পারে?

যে সমস্ত আপডেট আসছে তাতে এই বছরে আর নতুন টেট নেবার সম্ভবনা খুবই কম বলে মনে হচ্ছে!

কবে পরে থাকা নিয়োগ হতে পারে?

আজকেই কিছু ঘোষণা হবে বলে জানা গিয়েছে!

২০১৪ সালের ব্রেক আপ মেরিট লিস্ট কবে প্রকাশিত করা হবে ?

আজকের মিটিং এ এই বিষয়ে সিধান্ত নেওয়া হবে।

২০১৭ সালের নিয়োগ আগে হবে না নতুন টেট আগে নেওয়া হবে?

আগে ২০১৭ সালের নিয়োগ হবে !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here