পশ্চিমবঙ্গে ৬তম পে কমিশনের মেয়াদ শেষ বার ৬ মাসের জন্য বাড়ানো হয়েছিল, যেটা শেষ হবে ২৬ শে মে । পশ্চিমবঙ্গের কর্মচারীদের মধ্যে তাই এখন প্রবল আলোচনা যে এবার পে কমিশনের মেয়াদ কি আবারও ৬ মাস বাড়ানো হবে কি না। কারন ২৩ শে মে হচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার দিন। তাই অনেক কর্মচারী মনে করছে যে আর পে কমিশনের মেয়াদ বাড়ানো হবে না ,ঠিক সময়ে পে কমিশন তাঁর রিপোর্ট জমা করবে নবান্নে। এখন দেখার বিষয় ২৬ শে মে ঠিক কি ঘটে। আপনারা কি মনে করছে রিপোর্ট কি সঠিক সময়ে জমা পরবে না আমার সময় বাড়ানো হবে, আপনাদের মূল্যবান কমেন্ট, কমেন্ট বক্স এ করুন ।।
[su_youtube url=”https://youtu.be/V9CF_Qklskg”]