6th Pay Commission Latest News and Updates for westbengal Govt Employee

0
24

ক্রমশ বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ । এর প্রতিবাদে বিভিন্ন কর্মচারী সংগঠন বিভিন্ন ভাবে কর্মসূচি ঘোষণা করছে। লাস্ট যে মেয়াদ বাড়ানো হয়েছে সেটা শেষ হচ্ছে ডিসেম্বর ২০১৯ এ । এর আগেও, একাধিকবার সেই মেয়াদ বাড়ানো হয়েছিল । তাই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে দ্বারস্থ হচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা ।

Annotation 2019 05 27 193519

আগামী ২২ শে জুন রাজভবনে রাজ্যপালের সঙ্গে তাঁরা দেখা করবেন ।ইতিমধ্যে খোলা চিঠি দিয়ে কমিশনের চেয়ারম্যানের ইস্তফার দাবি করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় । আর এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পেনসনার্স ফেডারেশন বলে জানা যাচ্ছে।

কেন চালু হচ্ছে না ষষ্ঠ বেতন কমিশন ? এই প্রশ্নের জবাব চাইতে এবার অভিনব কর্মসূচির ঘোষণা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়) ৷ অভিরূপ সরকারকে গণচিঠি পেরণ করা হবে কর্মীদের পক্ষ থেকে বলে জানা গিয়েছে।

screenshot 20190607 140326977691024249892479

সরকারি কর্মী সংগঠনের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে,যে অবিলম্বে যাতে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা করে দেওয়া হয় ।

reopt2628769017252079198

এখন দেখার বিষয় এই পদক্ষেপে পে কমিশনের রিপোর্ট জমা পরে কিনা । আপনারা কি মনে করছেন অব্যশই কমেন্ট করুন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here