6th pay commission salary hike due to pay matrix chart ? Full explanation and updates

2
204

6th pay commission এর ROPA 2019 যখন থেকে প্রকাশিত হয়েছে তখন থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের হিসাব নিকাশের অন্ত্য নেয়। এবার প্রথম রাজ্যের কোনও PAY COMMISSION এর সঙ্গে  “PAY MATRIX” এর সংযুক্তি করণ করা হয়েছে। এই পে মেট্রিক্স এ মোট 33 টি ধাপ বা লেভেল দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই 6th pay commission এর মূল ROPA 2019 প্রকাশ পেয়েছে । সেখানে যদি পেজ নাং 4  এর  7  নাম্বার পয়েন্টটি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে, কিভাবে একজন কর্মচারীর বেতন ফিক্স করা হবে PAY MATRIX অনুসারে। এবং এই পয়েন্টটি নিয়ে মূলত এই আলোচনা। আসলে যেটা বিভিন্ন সংবাদ পত্র ব্যাখ্যা করছে যেটা PAY COMMISSION বা FIXATION এর টার্ম এ বলা হয় “ROUND OFF” .

FROM ROPA 2019 PAGE NO 4

“7. Fixation of initial pay in the revised pay structure.‐ (1) The initial pay of a
Government employee who elects , or is deemed to have elected under rule 6 to be governed
by the revised pay structure on and from the 1st day of January, 2016,shall,unless in any case
the Governor by special order otherwise directs, be fixed separately in respect of his
substantive pay in the permanent post on which he holds a lien or would have held a lien if
such lien had not been suspended , and in respect of his pay in the officiating post held by
him , in the following manner , namely:‐

(a) in the case of all employees,‐
(i) the pay in the applicable level in the Pay Matrix shall be the pay obtained
by multiplying the existing basic pay by a factor of 2.57, rounded off to
the nearest rupee and the figure so arrived at will be located in that level
in the Pay Matrix and if such an identical figure corresponds to any Cell
in the applicable level in the pay matrix , the same shall be the pay , and
if no such cell is available in the applicable level , the pay shall be fixed at
the immediate next higher Cell in that applicable Level of the Pay Matrix,
as per schedule V .”

অর্থাৎ যদি আপনার BASIC PAY কে 2.57 দিয়ে গুন করার পর  “PAY MATRIX” এ নিজের গ্রেড পে ঘরে খুঁজে না পান তাহলে যা ভ্যালু আসবে তার সেটা যদি পান সেম ভ্যালু নেবেন আর না পেলে একঘর সব সময় উপরের ভ্যালু ধরবেন। উদাহরণ স্বরূপ নীচে দেখানো হল।

 

এই হিসাব করতে গিয়ে ম্যাক্সিমাম এমপ্লয়ী দেখছেন যে,তাদের BASIC PAY কে 2.57 দিয়ে গুন করলে যে গুনফল সেটা “PAY MATRIX”এ নেই ফলে তাদেরকে স্বাভাবিক ভাবে উপরের ভ্যালু ধরতে হচ্ছে জার ফলে অটোম্যাটিক ভাবে একটু বৃদ্ধি পাচ্ছে।

 

অর্থাৎ রোপার  যে  কথাটির জন্য এই টি হচ্ছে সেটি হল “Revised Pay in the Pay
Matrix will be fixed (either equal to or next higher in Level )” আরও কিছু উদাহরণ দিয়ে বিষয়টি  দেখা যাক । জিপি ২১০০ এবং বিপি ৮৭০০। তাহলে ৮৭০০*২.৫৭=২২,৩৫৯ রাউণ্ড হবে ২২,৪০০ । কিন্তু যেহেতু  জিপি ২১০০ ঘরে ২২,৪০০ নেই আছে ২২,১০০ এবং ২২,৮০০ তাই আমাকে নিতে হবে ২২,৮০০ FIXATION এর ফর্মুলা অনুযায়ী । 

 

অর্থাৎ FIXATION এর সময় কিছুটা হলেও যে বেতন বৃদ্ধি হচ্ছে এটাকেই মূলত বিভিন্ন খবরে প্রকাশ করেছে।

পে ম্যাট্রিক্স সহজ এবং সরল ভাবে জানতে এবং বুঝতে এখানে ক্লিক করুন

 

1.এখানে ক্লিক করুন::– কিভাবে পে কমিশনের অপশন বেনিফিট নেবেন যাতে বেতন সবচেয়ে বেশি বৃদ্ধি  

6th PAY COMMISSION নিয়ে নবান্নের নতুন নির্দেশ ! বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর ৷

 

2 COMMENTS

  1. কনস্টেবল এর 16 year’s fixation করতে গিয়ে দেখা গেছে একই pay Matrix cell 7 এবং 8 একই টাকা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি ঐ একই টাকা থাকবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here