*** নীচের হিসাব গুলি পে ম্যাট্রিক্স ধরে করা নেয়। ৬ষ্ঠ বেতন কমিশনে সমস্ত হিসাব পে ম্যাট্রিক্স ধরে হবে। ***
৬ষ্ঠ বেতন কমিশন নিয়ে এখন অনেক জিনিস পরিস্কার এবং অনেক জিনিস এখনও পরিস্কার নয়। নীচে কিছু বিষয়ে আলোচনা করা হল —
বিষয় | সরকারি বিবৃতি |
NOTIONAL FIXATION | ০১.০১.২০১৬ থেকে |
CASH BENEFIT | হ্যাঁ ০১.০১.২০২০ |
IOR FACTOR | ২.৫৭ |
DA | না |
HRA | ৬ হাজার থেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। |
MA | ৫০০ ( ঊর্ধ্বসীমা ২৫০০ থেকে বেড়ে হচ্ছে ৩৫০০ টাকা) |
GRATUITY | হ্যাঁ । ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১২ লক্ষ টাকা |
PENSION | না |
RETIREMENT AGE | না |
ARREARS(PAY COMMISSION) | না |
ARREARS(DA) | না |
নন প্র্যাকটিসিং অ্যালাউন্স | বাড়িয়ে করল ২ লাখ |
টিফিন খরচ- | ন্যূনতম ১০ টাকা ছিল। কমিশন ২০ টাকা করার সুপারিশ করে। সেটাকে বাড়িয়ে ৩০ টাকা করল সরকার। আর সর্বোচ্চ ৬০ টাকাকে বাড়িয়ে করা হল ১৮০ টাকা। |
6th Pay Commission ROPA 2019 information Suppose an employee Basic pay in 1.1.2016 was 100 rupees.
Salary as on 2016 was
100(BP) + 125(DA) +15(HRA)
= 240 (GROSS SALARY WITHOUT MA)
Salary would be on 2020 was
NEW BP =BP+DA=100+125=225
SALARY HIKE (14.22%)
=NBP*14.22%
=225*14.22%
=257
HRA (12%)
= NBP *12%
=225*12%
=31
NEW SALARY
=SALARY HIKE+HRA
=257+31
=288(GROSS SALARY WITHOUT MA)
SALARY HIKE
=288-240
=40 RUPEES
GET PRACTICAL EXAMPLE
YOUR BP AS ON 01.01.2016 WAS 10,000 RUPEES
SALARY IN 2016
=10,000(BP) +12,500(125%DA) +1500(15%HRA) +300
=24,300
AFTER FITMENT FACTOR IT WOULD BE 10,000*2.57=25,700
ACCORDING TO REPORT AFTER AN EMPLOYEE GET THREE INCREMENT
SO ,
1 ST INCREMENT =25,700*3%=26,480
2 ND INCREMENT =26,480*3%=27,280
3 RD INCREMENT =27,280*3%=28,100
NEW SALARY AFTER PAY COMMISSION
28,100(NBP) +3,380(12%HRA) +500
=31,980
HIKE AMOUNT
=31,980-24,300
=7,680
CLICK HERE TO SEE PAY COMMISSION SALARY CALCULATORS
যদিও ০১.০১.২০১৬ সাল থেকে হিসাব করলে অবশ্যই চারটি INCREMENT পাওয়ার কথা। ০১.০৭.২০১৬, ০১.০৭.২০১৭, ০১.০৭.২০১৮,০১.০৭.২০১৯ কিন্তু অর্থমন্ত্রীর কথা মত তিনটি INCREMENT ধরে হিসাব করা হয়েছে।
PENSION:- পেনশন নিয়ে রোপা ২০১৯ আসলে কিছু পরিষ্কার ভাবে বলা যাচ্ছে না তবে, রোপা ২০০৯ হিসাবে দেখলে জানা যাচ্ছে যে, যাঁদের অবসর ০১.০১.২০১৬ এর আগে তাঁদের বর্তমান পেনসনের যে বেসিক পে আছে সেটাকে ২.৫৭ দিয়ে গুন হবে। তাঁর সঙ্গে ৫০০ টাকা এএম যুক্ত হবে।
যারা ০১.০১.২০১৬ পর অবসর নিয়েছেন তাঁদের INCREMENT ধরে ধরে হিসাব হয়ে আসবে।
PRIMARY TEACHERS :- তাঁদের ক্ষেত্রে ও ঐ একই হিসাব হবে ০১.০১.২০১৬ INCREMENT ধরে ধরে এবং ০১.৮.২০১৯ তে এসে ০১.০৭.২০১৯ যা বেসিক দাঁড়াবে তাঁর সঙ্গে ১০০০ টাকা (ট্রেনিং) এবং ৬০০ টাকা ( নন ট্রেনিং) এর ক্ষেত্রে যুক্ত হবে।
CLICK HERE TO SEE PAY COMMISSION SALARY CALCULATORS FOR PRIMARY TEACHERS
NEW TEACHERS :- ০১.০১.২০১৭ এর পর JOINING হলে ১৮ এবং ১৯ শে দুটি INCREMENT পাবেন। প্রাথমিক শিক্ষক হলে আগের নিয়ম অনুসারে ০১.৮.২০১৯ এসে গ্রেড পে যুক্ত হবে।
০১.০১.২০১৮ এর পর JOINING হলে বেসিক পে *২.৫৭ অনুসারে বেতন হবে।
CLICK HERE NEW JOINING SALARY CALCULATORS
ROPA 2019 FOR 6TH PAY COMMISSION যখন বের হবে সেটা সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তাই নিয়মিত এই WEBSITE টি FOLLOW করুন । TO KNOW ALL SALARY CALCULATOR CLICK HERE
যে সমস্ত ডকুমেন্ট গুলো সংগ্রহ করতে হবে তা নীচে ROPA 2009 দিয়ে দেখানো হল ।
আরও নিউজ পেতে পেজটিকে সেভ করে রেখে দিন। ক্লিক করুন এখানে বেতন কমিশনের আরও খবর পেতে।
2016 te DA kivabe 125% holo ? Atao calculation kora h6e, atuku vul chokhe porena.
1.1.2016 THEKE HISAB HOLE DA TA 125% DHORA HOBE SEI JONNO BP+DA 225 HOCCHE
Jodi kau 1.1.2020 te primary teacher job a join kore ta hole tar salary koto hobe ???
Hra new basic pay er anupate habe, kintu apni dekalen alada, it is false idea of you