7th SLST Online Edit Options:নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনও ভুল থাকলে Edit করতে হবে পারবেন,নাম,জন্ম তারিখ, ঠিকানা!

0
78

7th SLST Online Edit Optionsঃ এতদ্বারা সাধারণ তথ্যের জন্য অবহিত করা হচ্ছে যে যে সমস্ত প্রার্থীরা 7th SLST(AT), 2023-এর জন্য অনলাইনে আবেদন করেছেন এবং সফলভাবে অর্থপ্রদান করেছেন তাদের আজ অর্থাৎ 27.06.2023 ,সন্ধ্যা ছয়টা থেকে আগামী বুধবার অর্থাৎ 04.07.2023 তারিখ,সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হবে।

কিভাবে এডিট করবেন ? (7th SLST Online Edit Options)

  • প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে হবে!
  • এর সেখানে এপ্লিকেশন এডিট উইন্ডো ঠাকবে,সেখানে ক্লিক করতে হবে!
  • একটা নতুন পেজ সামনে আসবে!
  • সেখানে আবেদনকারীদের তাদের অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে প্রবেশ করতে হবে!
  • এর পরে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে একটা OTP আসবে!
  • সেই OTP ব্যবহার করে লগইন করতে হবে!
Madrasah_Service_Commission_Gazette
Madrasah_Service_Commission_Gazette

Click Here to Download Madrasah Service Commission Gazette 2023:Madrasah Service Commission Eligibility

নিম্নলিখিত তথ্য গুলো (কোনও ভুল থাকলে) Edit করতে হবে পারবেন!

DOB
নিজের Picture & Signature কোন সমস্যা থাকলে সেটা এডিট করতে পারবেন!
অনেকেই শুধু মাত্র Honours নম্বর দিয়ে ফর্ম পূরণ করেছিলেন তারা Pass+ Honours নম্বর দেবেন।
B.ed Admission Date এডিট করতে পারবেন!
নিজের Address এডিট করতে পারবেন!
University Name এডিট করতে পারবেন!
Subject Name এডিট করতে পারবেন!
Pass year এডিট করতে পারবেন!
Total নম্বর এডিট করতে পারবেন!
obtained marks ইত্যাদি তথ্য এডিট করতে পারবেন! ।
7th SLST Online Edit Options

Notice for Correction of 7th SLST(AT) 2023

7th_SLST_Online_Edit_Options
7th_SLST_Online_Edit_Options

নিম্নলিখিত তথ্য গুলো Edit করতে পারবেন না!

  • Post Applied For
  • Name
  • Email ID
  • Mobile Number
  • Physically Handicapped (PH) Status
  • Aadhar No

মনে রাখতে হবে পরবর্তীতে আবেদনকারীদের সংশোধনের আর কোন সুযোগ দেওয়া হবে না। এখানে ক্লিক করুন নোটিশটি ডাউনলোড করতে! সিরিয়াল নম্বর ২০৪ থেকে ফাইলটি ডাউনলোড করতে পারবেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here