{Rs 20,000}Apply for Duare Tran in West Bengal 2021,Very big announcement from CM

2
185

This Post Contents

Apply for Duare Tran in West Bengal 2021-আজকের এই পোষ্টে আমরা “দুয়ারে ত্রাণ” বা “Duare Tran Scheme” নিয়ে আলোচনা করবো। কিভাবে আবেদন করবেন এই Duare Tran Scheme ? কত টাকা পাবেন ? কোথায় আবেদন পত্র জমা দেবেন এই Duare Tran Scheme এর জন্য ? সমস্ত তথ্য আপডেট এই পোষ্টে আমরা আপনাদেরকে আজ জানাবো।

প্রথমেই বলে রাখি এই স্কিম হল Cyclone Yaas এর Compensation জন্য। এর জন্য রাজ্য সরকার ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইয়াসে কোথায় কত ক্ষতিপূরণ? বিস্তারিত আপডেট এই টপিকে ।

Apply for Duare Tran in West Bengal

রাজ্যে “Cyclone Yaas” বেস ক্ষতি করেছে। তাই রাজ্য সরকার এই সাইক্লোনের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে। কোন দপ্তের কত ক্ষতিপূরণ তা আজকের এই পোষ্টে আলোচনা করবো। এবং কি এই Duare Tran স্কিম সেই নিয়ে আলোচনা করবো।

What is Duare Tran Scheme in West Bengal

Duare Tran Scheme:- এই নতুন স্কিমটি বা প্রকল্পটি আনা হয়েছে রাজ্য বাসিদের ইয়াস সাইক্লোনের ক্ষতিপূরণ দেবার জন্য। এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট দপ্তরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে ।

CM MAMATA BANERJEE
CM MAMATA BANERJEE

How to apply Duare Tran in West Bengal

জুন মাসে শুরু হবে এই “Duare Tran” প্রকল্প। এই প্রকল্পের জন্য সরাসরি আপনার বাড়ি থেকে আবেদন করা যাবে । নীচে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া হয়েছে। আবেদনের জন্য আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে দুয়ারে ত্রাণ শিবির বসবে। সেখানে সরাসরি লিখে আবেদন জানাতে হবে।

Application date for Duare Tran scheme in West Bengal

DateAgenda
June- 3 to 18Submit application {আবেদন জমা করতে হবে}
June – 19 to 30Review and Scrutiny {আবেদন পত্র ক্ষতিয়ে দেখা হবে }
July – 1 to 7Amount Credited to beneficiary bank account directly. {ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাংকে টাকা দেওয়া হবে}
This scheme is “Duare Tran scheme “launched by Govt Of West Bengal

আপনারা যদি এই ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন।

Download_Duare_Tran_Application_Form
Download_Duare_Tran_Application_Form

Apply for Duare Tran in West Bengal

Apply_for_Duare_Tran_in_West_Bengal
Apply_for_Duare_Tran_in_West_Bengal

Amount fix for Duare Tran scheme in West Bengal

ItemAmount
1.পুরোপুরিভাবে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে ক্ষতিগ্রস্তদেরRS 20,0000/-
2.আংশিক ক্ষতিগ্রস্তদেরRS 5,000/-
3.শস্য নষ্ট হবার জন্যRS 1,000/- {MINIMUM},2,500 MAXIMUM
4.মহিষ কিংবা গরুর মৃত্যুর ক্ষতিপূরণের জন্যRS 30,0000
5.ছাগল ভেড়া মারা গেলে বা ভেসে গেলেRS 3,000
6.বাছুরের জন্যRS 16,000
7.পানচাষীদের ক্ষতিপূরণেরRS 5,000
8.মৎস্যজীবীদের পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতি করতেRS 5,000
9.আংশিক ক্ষতিগ্রস্ত নৌকা ঠিক করতেRS 500
10.জাল কেনা বাবদRS 2,600
11.তাঁতিদের ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে {সরঞ্জাম মেরামত যন্ত্রপাতি কেনার জন্য}RS 4,100
12.গুদাম ক্ষতিগ্রস্তRS 10,000
To Download Duare Tran Scheme Official NoticeClick Here
Apply for Duare Tran in West Bengal

To read more news and download notice >> Click Here

Duare Tran Scheme Form

খুব শ্রীঘরই ফর্ম আপলোড করা হবে এই সাইটে তাই এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন অথবা www.wbedu.in এটা বুকমার্ক করে রেখে দিন।

FAQs

How to Apply for Duare Tran in West Bengal?

Offline application start from 3rd june 2021.

Where to Apply for Duare Tran in West Bengal ?

Gram Panchayat and Block Office.

Is there any option for online application for this Duare Tran Scheme in WB ?

No{if anythings out we will post here<< Click here}

How much a person is getting if his/her house is permanently damage ?

20,000 rupees.

This money directly credit to bank account ?

Yes.

Offline application date for this Duare Tran Scheme in WB ?

June- 3rd to 18th.

From when money start receiving ?

July 1st to 7th.

2 COMMENTS

  1. 17 June 2012 প্রচুর বৃষ্টিপাতের কারণে আমাদের বাড়ি জলের তলায় চলে যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here