রাজ্য বাজেট ২০২০ : বাংলায় বেকারত্ব কমেছে , বেকারদের জন্য ‘কর্মসাথী’র ঘোষণা

0
39

আজ বিধানসভায় ২০২০-২০২১ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার বাজেটে মোট ১১টি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র ২ লাখ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকার বাজেট পেশ করেন।

আজকের বাজেট একনজরে –

আগামী ৩ বছর ১০০ টি নতুন MSME পার্কের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

 

সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার পডুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে ‘মহাত্মা গান্ধী, জয় হিন্দ ও আজাদ’ নামে ৩টি সিভিল সার্ভিস অ্যাকাডেমি তৈরি করা হবে।

 

২ হাজার ৭৪৪টি বাংলা সহায়তা কেন্দ্র থেকে কন্যাশ্রী ও বিভিন্ন সার্টিফিকেট পাওয়া যাবে ।

 

‘বন্ধু’ প্রকল্পে তফশিলি জাতির অন্তর্ভুক্ত বয়স্কদের জন্য মাসে ১০০০ টাকা করে বার্ধ্যকভাতা।এর ফলে ২১ লক্ষ তফশিলি জাতির মানুষ উপকৃত হবেন ।
 
‘হাসির আলো’ প্রকল্প- গরিব মানুষদের জন্য বিদ্যুৎ প্রকল্প। বরাদ্দ ২০০ কোটি টাকা।যাদের ৩ মাসে ৭৫ ইউনিট বিদ্যুত ব্যাবহার করেন তাঁদের জন্য ।
 
জয় জহর’ প্রকল্পে তফশিলি উপজাতি বয়স্কদের ১০০০ টাকা করে বার্ধক্যভাতা দেওয়া হবে।এর ফলে ০৪ লক্ষ তফশিলি জাতির মানুষ উপকৃত হবেন ।
 
বিনামূল্যে সামাজিক সুরক্ষা । নতুন প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী ।
 
‘কর্মসাথী’ প্রকল্প- আগামী এক বছর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণদানের ব্যবস্থা। প্রতিবছর ১ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ৫০০ কোটি টাকা বরাদ্দ।এর জন্য ৫০০ কোটি বাজেট বরাদ্দের প্রস্তাবনা ।
 
চা সুন্দরী’ প্রকল্প- চা শ্রমিদের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা। চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প।এর জন্য ৫০০ কোটি বাজেট বরাদ্দের প্রস্তাবনা ।

 

২০১৯ – ২০২০ সালে ৬৭,৬৪৪ জন প্রাথমিক , ২৬,০০০ জন উচ্চ প্রাথমিক এবং ১৩,৯৬১ জন মাধ্যমিক শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে ।
বিদ্যালয়য়ের জন্য আগামী অর্থবর্ষে ৮৭৫০  কোটি ব্যায়ের প্রস্তাব রাখা হয়েছে ।

 

বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয়, আম্বেদকর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যে আরও নতুন ৩টি বিশ্ববিদ্যালয় আগামী বছরে। বরাদ্দ ৫০ কোটি টাকা।

 

আরও কিছু তথ্য আসছে …

 

 


TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–


 

FOR WBSSC RECRUITMENT AND COURT CASE NEWS CLICK HERE

MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

MORE PAY COMMISSION NEWS CLICK HERE

LATEST DA NEWS CLICK HERE

PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here