This Post Contents
Toggle লকডাউনে আটকে গিয়েছে প্রায় ৭০০ শিক্ষকদের বদলি । এর প্রধান কারণ হল শূন্যপদের তালিকা না প্রকাশ পাওয়া এবং করোনার জন্য স্কুলের ছুটির মেয়াদ বাড়ানো।সব মিলেয়ে শিক্ষক-শিক্ষিকাদের স্পেশাল গ্রাউন্ডে এ ট্রান্সফার এখন আটকে। কবে আবার চালু হবে ট্রান্সফার ?? পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্দি এই ট্রান্সফার এখন চালু হবে না।উল্লেখ্য,এর মধ্যে করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে এবং অফিস গুলোর কাজ স্বাভাবিক হলে ফের এই ট্রান্সফার চালু হবে। অতিথি শিক্ষকদের ভাতা চালু রাখুক কলেজগুলি, স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তাঁদের নিয়োগ করেছিলেন কলেজ কর্তৃপক্ষই।এখন পরিচালন সমিতিই তাঁদের ভাতা বন্ধ করে ডীয়েছে,সেটা কোনও মতেই কাম্য নয়। এই সমস্যার কথা তাঁরা শিক্ষা মন্ত্রীকে জানান,এর পর শিক্ষামন্ত্রী জানান,শনিবার জানিয়েছেন, এখন যেন কলেজগুলো ওই অতিথি শিক্ষকদের ভাতা দেওয়া বন্ধ না-করে। শিক্ষক -শিক্ষিকাদের এবং চুক্তি ভিত্তিক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন যাতে সঠিক সময়ে হয় তার জন্য ট্রেজারিতে বিল পাঠানো অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। এই বিল মাসের ২০-২১ তারিখ করে আগে পাঠানো হোট,কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য সেলারি যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য এই কর্ম কাণ্ড বলে জানা গিয়েছে। TO READ IN DETAILS CLICK HERE কলেজের শিক্ষক-শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ান-সহ অন্যদের বেতন বাবদ এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত কত টাকা প্রয়োজন, তার হিসেব চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কোনও হটস্পট নয়, কিছু এলাকা আমরা বেছে নিয়েছি, জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যে কথাও কোনও হটস্পট নয়। তিনি জানান, ‘এই এলাকাগুলিই ‘হটস্পট’ বলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর কথায়, ‘‘কোনও হটস্পট নয়, কিছু এলাকা আমরা বেছে নিয়েছি। ওই সব স্পর্শকাতর এলাকা কোথায়, তা নিয়ে সকলের না-ভাবলেও চলবে। এটা প্রশাসনের কাজ। কোথাও একটি করোনা পজিটিভ কেস হলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাগড়ি মার্কেটে একটি পজিটিভ হয়েছে মানে পুরো বাজার বন্ধ করা যায় না।’’ বাংলায় অনেক জায়গায় লকডাউন মানা হচ্ছে না, কড়া চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়েছে, রাজ্যের মুখ্যসচিব, পুলিশ প্রধানকে৷ কলকাতার কোন কোন জায়গায় লকডাউন মানা হচ্ছে না, তাও চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ১০ জুন পর্যন্ত বন্ধ শিক্ষাঙ্গন।অনলাইনে হবে ক্লাস । অনলাইন ক্লাসের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন সপ্তাহে ৬ দিন ক্লাস হবে অনলাইনে। বাড়ি থেকেই কাজ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মিড ডে মিল বাবদ চাল ও আলু দেবে প্রশাসন।TO READ IN DETAILS CLICK HERE শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাধারণত ১০ থেকে ১৫ মে-র মধ্যে গরমের ছুটি পড়ে যায়। যখন বেশি গরম পড়ে, তখন কিছুটা আগে থেকে ছুটি দেওয়া হয়। করোনা ঠেকাতে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তাই আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি একেবারে ১০ জুন পর্যন্ত করে দিচ্ছি। যাঁরা অনলাইনে পড়াচ্ছেন, তাঁরা তেমনই পড়াবেন। শিক্ষক-শিক্ষিকাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। TO READ IN DETAILS CLICK HERE ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চললে যে উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই এবং আইএসসি-র স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা মে মাসের আগে সম্ভবনয়, এমনই ইঙ্গিত মিলেছে। করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছে একাদশ শ্রেণির পরীক্ষাও । পরীক্ষা নিয়ে কিছু দিনের মধ্যে একটি আপডেট আসবে বলে জানা গিয়েছে। সেখানে এই বছরের সঙ্গে সামনের বছরের বোর্ড পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার সমস্ত রূপরেখা থাকবে। অনলাইনে ভিডিও আপলোড বা ফোনে রেকর্ডিং করে ছাত্রদের ক্লাস নিন, শিক্ষকদের কাছে আবেদন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তিনি জানান যে,”ফোনে ভিডিও করে বিভিন্ন বিষয়ে ক্লাস নিতে পারেন শিক্ষক-শিক্ষিকারা। এক্ষেত্রে ওই ভিডিও আপলোড করে বা ছাত্র-ছাত্রীদের কে পাঠিয়ে দিয়ে ক্লাস নেওয়া যায়। অথবা বিভিন্ন বিষয়ের ওপর ফোনে রেকর্ডিং করেও ছাত্র-ছাত্রীদের কে তা মোবাইলে পাঠিয়ে ক্লাস নেওয়া যেতে পারে।” আজকে আমারা ১০ টি সকালের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে হাজির হয়েছি। দেখে নিন এই মুহূর্তের ১০ টি বড় খবর।
3. শিক্ষক -শিক্ষিকাদের এবং চুক্তি ভিত্তিক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন যাতে সঠিক সময়ে হয় তার জন্য ট্রেজারিতে বিল পাঠানো অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। এই বিল মাসের ২০-২১ তারিখ করে আগে পাঠানো হোট,কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য সেলারি যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য এই কর্ম কাণ্ড বলে জানা গিয়েছে। TO READ IN DETAILS CLICK HERE