১০ টি খবর এক নজরে – বদলি বন্ধ,এপ্রিল মাসের বেতন,ছুটি,পরীক্ষা

0
60

This Post Contents

আজকে আমারা ১০ টি সকালের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে হাজির হয়েছি। দেখে নিন এই মুহূর্তের ১০ টি বড় খবর।

5. কোনও হটস্পট নয়, কিছু এলাকা আমরা বেছে নিয়েছি, জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যে কথাও কোনও হটস্পট নয়। তিনি জানান, ‘এই এলাকাগুলিই ‘হটস্পট’ বলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর কথায়, ‘‘কোনও হটস্পট নয়, কিছু এলাকা আমরা বেছে নিয়েছি। ওই সব স্পর্শকাতর এলাকা কোথায়, তা নিয়ে সকলের না-ভাবলেও চলবে। এটা প্রশাসনের কাজ। কোথাও একটি করোনা পজিটিভ কেস হলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাগড়ি মার্কেটে একটি পজিটিভ হয়েছে মানে পুরো বাজার বন্ধ করা যায় না।’’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here