সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ, পাশের হার ৯১.১%, ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশ ভালো,সবচেয়ে চমৎকার একটি বিষয় হল যে প্রথম স্থানে থাকা ১৩ জনের নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ২৪ জন। ৪৯৭ পেয়ে তৃতীয় স্থানে ৫৮ জন।
Bhavana N Sivadas from Kerala and 12 other students secured 499 out of 500 marks in #CBSE Class X examinations. #CBSE10thresult pic.twitter.com/9c1SqyuOMe
— ANI (@ANI) May 6, 2019
ওয়েবসাইটগুলি হল, cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in. একই সঙ্গে সিবিএসই অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা রেজাল্ট জানতে পারবেন ৷