How to challenge WB primary TET 2022 answer key- প্রাথমিক টেটের নাম্বার বাড়াতে,কিভাবে চ্যালেঞ্জ করবেন? verybig news

0
82

How to challenge WB primary TET 2022 answer key– আজ থেকে প্রাথমিক ২০২২ টেটের উত্তর পত্রকে চ্যালেঞ্জে করতে পারবেন।এর নীচের দেওয়া স্টেপ গুলোকে ফল করতে হবে। প্রাথমিক পর্ষদ আজ থেকে এই চ্যালেঞ্জ করার অপশন একটিভ করেছে। এই চ্যালেঞ্জ করা যাবে এই মাসের ১৭ তারিখ পর্যন্ত । এই চ্যালেঞ্জ করতে গেলে চাকরি প্রার্থীদের কিছু নির্দিষ্ট নিয়ম ফল করতে হবে। নীচে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে কিভাবে এই চ্যালেঞ্জ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেই নিয়ে।

যারা টেট 2022 এর প্রশ্ন/ উত্তর পত্রকে চ্যালেঞ্জ (challenge WB primary TET 2022 answer key) করবেন তারা ভালো করে নীচের স্টেপ গুলো দেখে নিন।

How to challenge WB primary TET 2022 answer key

  • প্রথমে প্রাথমিক পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • সেখানে একটি লিঙ্ক পাবেন-” ২০২২ টেটের আবেদনের জন্য{Click here Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V}” , সেখানে ক্লিক করুন।
  • এর পর “Teacher Eligibility Test, 2022 (TET-2022)” এ ক্লিক করুন।
  • এর পর “Challenge Answer Key For TET 2022” কি বলে একটি অপশন দেখতে পাবেন,সেখানে ক্লিক করুন।
  • এর পর যে নতুন পেজ খুলবে সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে login করুন।
  • এর পর প্রথমেই আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে- Select Language– BENGALI, HINDI,NEPALI,ODIYA, SANTHALI,TELUGU,URDU
  • তারপর আপনাকে আপনার PAPER SET ( 01A ,02B, 03C, 04D, 05E ) সিলেক্ট করতে হবে।
  • এর পর কত নাম্বার প্রশ্ন চ্যালেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করতে হবে।
  • এর পর “Action” ঘরে ক্লিক করতে হবে।
  • Answer Key is wrong.
  • Suggested option (A/B/C/D)-তারপর আপনি যে অপশন সাজেস্ট করছেন A, B, C ,D এর মধ্যে সেটি সিলেক্ট করতে হবে নীচে “Select Suggested Option” অপশন এ ক্লিক করে ।
  • Any other complaint Misprint in the question / option
  • More than one correct option
  • None of the options is correct
  • Question is wrong
  • Suggested Option* –Select Suggested Option–
  • Comment*তারপর কমেন্টস বক্সে আপনাকে লিখতে হবে আপনার চ্যালেঞ্জ করা প্রশ্ন নিয়ে ।
  • তারপর আপনি কি জন্য চ্যালেঞ্জ করছেন তার কারণ দিতে হবে নির্দিষ্ট বক্সে।
  • তারপর আপনাকে prove দেওয়ার জন্য PDF 500 KB এর মধ্যে আপলোড করতে হবে।
  • যতগুলি প্রশ্ন চ্যালেঞ্জ করবেন সেগুলি অ্যাড করতে হবে।
  • তারপর PAYMENT OPTION থেকে PAYMENT করতে হবে।
challenge WB primary TET 2022 answer key
challenge_WB_primary_TET_2022_answer_key
challenge_WB_primary_TET_2022_answer_key

প্রত্যেক টা (প্রশ্ন চ্যালেঞ্জ এর জন্য) চ্যালেঞ্জ -এর জন্য ৫ মিনিট করে সময় পাবেন । যত খুশি প্রশ্ন চ্যালেঞ্জ করা যাবে । তার জন্য আপনাকে ADD CHALLENGE অপশন ক্লিক করে অ্যাড করতে হবে। মনে রাখবেন এক একটা প্রশ্ন চ্যালেঞ্জ এর জন্য আপনাকে ৫০০ টাকা করে জমা দিতে হবে। যদি আপনার প্রশ্ন চ্যালেঞ্জ সঠিক হয় তাহলে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন ,যদি আপনার প্রশ্ন চ্যালেঞ্জ ভুল হয় তাহলে কিছু অর্থ ফেরত পাবেন না !

Click Here to download – 2022 TET Ans key + Question Paper-from serial no 154

Primary_tet_2022_answer_key
challenge WB primary TET 2022 answer key

উল্লিখিত সময়ের মধ্যে ফি সহ উত্তর কী সম্পর্কিত বিবাদগুলি (challenge WB primary TET 2022 answer key) পুনরায় পর্যালোচনা করা হবে। ফি প্রদান ছাড়াই উত্থাপিত বিরোধ এবং অন্য কোনো মাধ্যমে উত্থাপিত বিরোধ (যেমন ইমেল/চিঠি/প্রতিনিধিত্ব) গ্রহণ করা হবে না। বিষয় বিশেষজ্ঞরা যথাযথভাবে দাখিল করা এই জাতীয় সমস্ত বিরোধ (challenge WB primary TET 2022 answer key) পরীক্ষা করবেন এবং এর পরেই চূড়ান্ত উত্তর কীগুলি সর্বজনীন ডোমেনে প্রকাশ করা হবে। TET – 2022 ফলাফল চূড়ান্ত উত্তর কী অনুযায়ী ঘোষণা করা হবে।

উপরে উল্লিখিত ফি বাজেয়াপ্ত করা হবে যদি বিষয় বিশেষজ্ঞদের দ্বারা বিরোধটি (challenge WB primary TET 2022 answer key) অযৌক্তিক বলে ধরা হয়। একইভাবে, আবেদনকারী/প্রার্থীর বিরোধ (challenge WB primary TET 2022 answer key) সঠিক, সঠিক এবং ন্যায্য বলে প্রমাণিত হলে, উপরে উল্লিখিত ফি বোর্ড দ্বারা, NEFT-এর মাধ্যমে, NEFT বিশদ প্রদানের পরে, আবেদনকারী/প্রার্থীর দ্বারা ফেরত দেওয়া হবে।

কি ভাবে চ্যালেঞ্জ করবেন তার লাইভ ভিডিও- challenge WB primary TET 2022 answer key

How to challenge WB primary TET 2022 answer key

[O1A,02B,03C,04D,05E]Primary tet 2022 answer key-প্রাথমিকের প্রাথমিকের টেটের উত্তর পত্র প্রকাশিত হল! click here to see or download.

FAQs

প্রাথমিকের এই উত্তর পত্র চ্যালেঞ্জ করার শেষ দিন ?

এই মাসের অর্থাৎ ১৭ই জানুয়ারি শেষ তারিখ ২০২২ টেটের পর্ষদের দেওয়া উত্তর পত্রকে চ্যালেঞ্জ করার শেষ দিন ।

এক জন কি কি একাধিক চ্যালেঞ্জ করার সুযোগ পাবে?

হ্যাঁ এক জন একাধিক চ্যালেঞ্জ করার সুযোগ পাবে! তাঁকে লগ ইন করার পর যতগুলি প্রশ্ন চ্যালেঞ্জ করবেন সেগুলি অ্যাড করে করে ফাইল করতে হবে।

প্রাথমিকের এই উত্তর পত্র চ্যালেঞ্জ করার টাকা কত করে লাগবে?

এক একটি প্রশ্ন/ উত্তর চ্যালেঞ্জ করতে ৫০০ টাকা করে লাগবে।

চ্যালেঞ্জ ঠিক প্রমানিত হলে কি টাকা ফেরত পাওয়া যাবে?

হ্যাঁ অবশ্যয়, যদি আপনার করা চ্যালেঞ্জ সঠিক হয় তাহলে আপনি টাকা ফেরত পাবেন!

এই চ্যালেঞ্জ করার পেমেন্ট অপশন কি কি রয়েছে?

13/01/2023 থেকে 17/01/2023 পর্যন্ত রাত 11:59 PM পর্যন্ত, অনলাইন পোর্টালের মাধ্যমে এবং অনলাইনে টাকা পরিশোধের মাধ্যমে। প্রশ্ন প্রতি 500/- (ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করতে হবে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here