Classes 1 to 8 to be Promoted Directly and Class 9 and 11 on internal assessment,HRD Minister

0
14

অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে সিবিএসইর প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি পদোন্নতি দেওয়া হবে, HRD Minister (এইচআরডি মন্ত্রী)। মাত্র ২৯টি বিষয়ের উপরেই এ বছর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে বলে জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)৷

HRD Minister (এইচআরডি মন্ত্রী) রমেশ নিশঙ্ক পোখরিয়াল ঘোষণা করেছেন যে ১ থেকে ৮ শ্রেনীর সকল সিবিএসই শিক্ষার্থীদের সরাসরি পদোন্নতি দেওয়া হবে এবং বিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে নবম (৯) এবং একাদশ (১১) শ্রেণির শিক্ষার্থীদের পদোন্নতি দেওয়া হবে।

১৮ মার্চ সিবিএসই পরীক্ষা হওয়ার কথা ছিল৷ করোনা ভাইরাসের জেরে তা বাতিল হয়৷ বুধবার মানব সম্পদ উন্নয়নমন্ত্রী জানান, তিনি সিবিএসই বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন ২৯টি বিষয় বেছে, সেগুলির উপরেই পরীক্ষা নিতে৷

To  Download This Notice Click Below

[su_button id=”download” url=”http://cbse.nic.in/newsite/attach/PRESS%20RELEASE%2001.04.20.pdf” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here