[ বাজার সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী ] জনসচেতনতা বাড়াতে বাজারে মুখ্যমন্ত্রী

0
24

This Post Contents

একদিকে করোনার প্রকোপ বাড়ছে দিনের পর দিন ।এমন পরিস্থিতিতে রাজ্যের মানুষের জনসচেতনতা বৃদ্ধি করতে এবং এই কঠিন পরিস্থিতিতে মানুষের মনে আশা জোগাতে ফের এক বার বাজারে দেখা গেল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।তিনি যে ভাবে এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাসে এসে দাঁড়িয়েছে সেটার প্রশংসা করলেও অনেক কম হবে। 

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন। বাজার ঘুরে দেখলেন। নিজের হাতে ভাঙ্গা ইট এবং চক দিয়ে দাগ কাটলেন এবং সর্বশেষে ক্রেতা ও বিক্রেতা উভয়কে দেখিয়ে দিলেন কিভাবে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে বাজার করবেন।

ভিড় থেকে ভয়াল ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বাজারের কিছু ছবি cm mamata on market 8

cm mamata on market 6

cm mamata on market 3

লকডাউনের তৃতীয় দিনে তিনি হাজির হয়ে জান পোস্তা বাজারে। সঙ্গে ছিলেন পুলিস কমিসনার অনুজ শর্মা। তিনি সেখানে একাধিক নির্দেশ দেন।দোকান খোলা রাখার নির্দেশ দেন সকাল ৬ থেকে বিকেল ৫ অব্দি।সঙ্গে কেনা কাটার সময় নির্দিষ্ট দূরত্ব ম্যানটেন করতেও বলেন।

 


নবান্নের থেকে আরও একটি নোটিশ জারি করা হয়েছে জরুরী ভিত্তিতে ফাণ্ড গঠনকে নিয়ে। সেই নিয়ে সম্পূর্ণ আপডেট পেতে এবং সরকারকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এখানে ক্লিক করুন

CM RELIEF FUND FOR COVID 19
CM RELIEF FUND FOR COVID 19

[আরও পরুনঃ- মুখ্যমন্ত্রী: খাবারের কোনও সঙ্কটের সম্ভাবনাই নেই]

[ আরও পড়ুন :-নবান্নের নোটিশ জারি , সঠিক সময়েই বেতন পাবেন সরকারি কর্মচারীরা ]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here