মুখ্যমন্ত্রী: খাবারের কোনও সঙ্কটের সম্ভাবনাই নেই

0
12

শুরু হয়েছে রাজ্যে তথা দেশে লকডাউন। এমন পরিস্থিতে কিছু ব্যক্তি খাবার মজুত করতে বাজারে ভির জমাচ্ছে । যার ফলে করোনা ভাইরাস ছরিয়ে পরার সম্ভবনা তৈরি হচ্ছে। আজ ফের একবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যাতে সবায় ঠিক মতন খাদ্যশস্য পান সেই নিয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে ,জেলাশাসক ও পুলিশ সুপারদেরকে নিয়ে। তাঁরা সংশ্লিষ্ট জেলার মনিটরিং করবেন। 

করোনা মোকাবিলায় রাজ্য তৎপর। সেই জন্য দুটি টাস্ক ফোর্স গঠন করেছে বলেও জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন,বলেন, ‘রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে৷ কন্ট্রোল রুম নম্বর ১০৭০৷ রাজ্যের হেল্পলাইন নম্বর ০৩৩-২২১৪৩৫২৬৷ যে কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করুন৷’  

রেশন দকানে,বাজারে ভিড় কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন। তিনি একই সঙ্গে কেন্দ্রকে অবলিম্বে আর্থিক প্যাকেজ ঘোষণারও দাবি জানান। তিনি রাজ্যের পরস্থিতি নিয়ে জানান যে,সব থানা দায়িত্ব নিচ্ছে যাতে কেউ স্টক করে কৃতিম ভাবে খাদ্য সঙ্কট তৈরি না করে ৷

অপরদিকে নবান্নের থেকে আরও একটি নোটিশ জারি করা হয়েছে জরুরী ভিত্তিতে ফাণ্ড গঠনকে নিয়ে। সেই নিয়ে সম্পূর্ণ আপডেট পেতে এবং সরকারকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এখানে ক্লিক করুন। 


  লকডাউন নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন :-নবান্নের নোটিশ জারি , সঠিক সময়েই বেতন পাবেন সরকারি কর্মচারীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here