টানা এক মাস পর অবশেষে খুলছে আদালত

0
17

দীর্ঘ দিনের কোর্টের কর্মবিরতি অবশেষে আজ শেষ হচ্ছে বলে জানা গিয়েছিল।
আইনজীবীদের কর্মবিরতি অবশেষে স্থাগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিলরা ।

wp image6750161700207679432

আজ যে খবর সামনে আসছে তাতে জানা যাচ্ছে যে বার কাউন্সিলরা আপাতত তাঁদের কর্মবিরতি স্থগিত রাখছে৷

20190524 1421525729468169509002025

কলকাতা হাইকোর্টের নির্দেশ যে কমিটি গঠিত হয়েছে তার রিপোর্ট পেশ হাওয়ার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তাঁরা।

আইনজীবীদের কর্মবিরতি স্থগিত রাখার জেরে আজ অর্থাৎ শুক্রবার থেকে ফের স্বাভাবিক হতে চলেছে আদলতের কাজ বলে জানা যাচ্ছে ।

গত ২৪ এপ্রিল হাওড়া আদালতের আইনজীবীদের উপর পুলিশের নির্মম লাঠি চালানোর প্রতিবাদে আইনজীবীরা কর্মবিরতি শুরু করেন ।

মঙ্গলবার শীর্ষ আদলাত তদন্তকমিটিও গঠন করার পর আজ আইনজীবীদের বৈঠক হয় এবং এই বৈঠকে কর্মবিরতি আপাতত স্থাগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।

কোর্ট স্বাভাবিক হলে বিভিন্ন শিক্ষক নিয়োগ মামলা যেমন প্রাথমিক টেট ভুল প্রশ্ন মামলা, ptti দের মামলা, প্বার্শশিক্ষক দের মামলা ,কর্ম ও শারীরশিক্ষা মামলা এছাড়াও আরও বিভিন্ন মামলা গতি পাবে বলে মনে করা হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here