COVID-19: CBDT extends Validity of Forms 15G and 15H

0
15

CBDT Extends Validity of Forms 15G and 15H

১৫জি এবং ১৫ এইচ  ফর্মের বৈধতা বাড়ল CBDT(সিবিডিটি)।দেশে এখন লকডাউন চলছে।এর ফলে যাতে করদাতাদের কোনও অসুবিধা না হয় সেই লক্ষ্যে CBDT(সিবিডিটি) ,15G / 15H ফর্মের বৈধতা  তিন মাস বৃদ্ধি করল।

 

এর অর্থ হল এই যে,বিনিয়োগকারীরা/করদাতারা তাদের আয় থেকে ট্যাক্স হ্রাস বা শূন্য ছাড়ের জন্য যে ফর্ম 15G / 15H  জমা দিতে হবে, সেটি তারা FY(অর্থ বর্ষ)2020-21 এ জুলাই,2020 এর প্রথম সপ্তাহে জমা দিতে পারবেন।

 

শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ১৫জি ও ১৫এইচ ফর্ম যাঁরা জমা দিয়েছেন, তাঁদের ওই ফর্মের বৈধতা চলতি বছরের জুন মাস পর্যন্ত থাকবে। এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর দাখিলের সময়সীমাও ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। একইসময় পর্যন্ত বাড়ানো হয়েছিল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা।

সিবিডিটি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে 2020 সালের 3 এপ্রিল আদেশ অনুসারে,””In case if a person had submitted valid Form 15G and Form 15H to the banks or other institutions for F.Y. 2019-20, then these Form 15G and Form 15 H will be valid up to 30.06.2020 for FY 2020-21 also. It is reiterated that the payer who has not deducted tax on the basis of the said Form 15G and Form 15H shall require to report details of such payments/credit in the TDS statement for the quarter ending 30.06.2020 in accordance with the provisions of the rule 31A (4)(vii) of the Income-tax Rules”

নীচে ফর্মটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড  করে নিতে পারবেন।

[su_button id=”download” url=”https://1drv.ms/u/s!AqK7kIoRj3Sgg3plK7xc4nhEtlZO?e=IcVPbc” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]


TO READ ABOUT PAY COMMISSION NEWS CLICK HERE

TO CALCULATE SALARY CLICK HERE

TO READ DA NEWS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here