This Post Contents
Here we discuss about DA Calculator For WB Govt Employee.As of now West Bengal employee get 0% DA with their salary.Already SAT(State Administrative Tribunal) Gives judgment that DA is Fundamental right for employee and DA arrears must be given on or before DA case hearing which will be held on 16th December 2020.As DA Is given as per CPI so here we also discuss about DA Rate For Central Govt Employee.
DA Calculator For WB Govt Employee
গতকালকে SAT(State Administrative Tribunal) জানিয়েছে যে, বকেয়া DA কর্মচারীদেরকে দিতে হবে এই DA মামলার পরবর্তী শুনানির মধ্যে । এই DA মামলার পরবর্তী শুনানি আছে আগামী ১৬ই ডিসেম্বরে । সরকার এব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখে ১৬ ডিসেম্বর চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে মাননীয় বিচারপতি রঞ্জিত বাগ ও সুবেশ দাসের বেঞ্চ।
যেহেতু এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৭% হারে DA পাচ্ছেন। তাই আমরা একটি ক্যালকুলেটর তৈরি করেছি । গতকালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারী কর্মচারীদের জন্য ৩% DA ঘোষণা করলেন , যেটা লাগু হবে আগামী ১ লা জানুয়ারি ২০২১ সাল থেকে।
DA Calculator For WB Govt Employee
উপরের দেওয়া ক্যালকুলেটর থেকে আপনি আপনার বেতনের হিসাব নিকাস করতে পারবেন ৩% DA বৃদ্ধি হার ধরে।
DA Rate For Central Govt Employee
DA Rate For Central Govt Employeeঃ-Central Govt employee are now getting 17% DA.Recently The Union Government today put on hold increment in dearness allowance (DA) and Dearness Relief (DR) for 50 lakh central government employees and 61 lakh pensioners respectively till July 2021 due to the COVID-19 crisis.
However, DA and DR at current rates will continue to be paid.
DATE | Announce DA Rate | Current DA Rate | Total DA Rate | Order Copy |
01.01.2016 | 0% | 0% | 0% | Click Here |
01.07.2016 | 2% | 0% | 2% | Click Here |
01.01.2017 | 2% | 2% | 4% | Click Here |
01.07.2017 | 1% | 4% | 5% | Click Here |
01.01.2018 | 2% | 5% | 7% | Click Here |
01.07.2018 | 2% | 7% | 9% | Click Here |
01.01.2019 | 3% | 9% | 12% | Click Here |
01.07.2019 | 5% | 12% | 17% (Current DA Rate) | Click Here |
01.01.2020 | 4% | 17% | 21% (DA is freeze now) | Click Here |
এখন বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ১৭% ডিএ পাচ্ছেন , যদিও ০১.০১.২০২০ তে আরও ৪% ডিএ ঘোষণা করা হোয়েছে,কিন্তু বর্তমানে ডিএ ফ্রিজ হওয়ায় (এখানে ক্লিক করে সেই অর্ডার দেখতে পারবেন )তাঁরা এখন ১৭% ডিএ পাচ্ছেন। ০১.০৭.২০২১ অব্দি এই ডিএ ফ্রিজ থাকবে। কিন্তু নির্দিষ্ট সময়ে ডিএ ঘোষণা করবে কেন্দ্র। সেই ডিএ -এর কোনও বকেয়া না পেলেও তাঁর এক্টূয়াল ইফেক্ট পাবেন কর্মচারীরা। মনে করা হচ্ছে এই ডিএ ঘোষণা হয়ে হয়ে ডিএ – এর পরিমাণ ০১.০৭.২০২১ এ ৩০% কাছে দাঁড়াবে। এই নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন।
Disclaimer :- তাই এখানে আমরা একটি আনুমানিক হিসাব তুলে ধরলাম DA Calculator For WB Govt Employee,DA Rate For Central Govt Employee নিয়ে। এই কিছু মন্তব্য থাকলে বা হিসাব নিকাশে কোনও ভুল থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।
SAT(State Administrative Tribunal) hearing update as on 23/09/2020
[su_youtube url=”“]
Wb Govt employees are hoping that after this Election 2021 Govt May announce some DA for their Employee.