দীর্ঘ দিন ধরে কোর্টে ডিএ মামলা নিয়ে লড়াইয়ের পর অবশেষে স্যাটে রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট জয় লাভ হয়।তারপর থেকে অনেক দিন কেটে গেলেও স্যাট এর ডিএ রায়ের সার্টিফিড কপি রাজ্য সরকার সংগ্রহ করছিল না।ফলে কর্মচারী এবং কর্মচারী সংগঠন বুজে উঠতে পারছিল না যে রাজ্য সরকার এই ডিএ মামলা নিয়ে কি ভাবছে।
গত কাল 26 শে জুলাই যে রায় দিয়েছিল স্যাট তার সার্টিফায়েড কপি রাজ্য সরকার অবশেষে সংগ্রহ করেছে বলে জানা যাচ্ছে।
এর ফলে ডিএ মামলার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ভাবে সামনে আসবে।কারণ এই মামলা যদি চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে নিয়ে যায় রাজ্য সরকার তাহলে এই সার্টিফায়েড কপি খুব প্রয়োজন।
বিভিন্ন রাজনৈতিক মহলের ধারনা যে 5th সেপ্টেম্বরের আগে এই কপি সংগ্রহ একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।কারণ ঐ দিন শিক্ষকদের কে নিয়ে সভা অনুষ্ঠিত হবে এবং ঠিক তার আগে 31th অগাস্ট সরকারি কর্মচারীদের নিয়ে একটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফলে ঐ দুই গুরুত্বপূর্ণ সভাতে একপ্রস্থ ডিএ কি ঘোষণা করবে রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন দেখার।