আজকে স্টেট এডমিনিষ্ট্রটিভ ট্রাইবুলে বা স্যাট এ ডিএ মামলা উঠার কথা ছিল।আগে এই মামলাটি শুনানি হয় নি কারণ দীর্ঘদিন ধরে কোর্টের আইনজীবীদের মধ্যে কর্মবিরতি চলছে।
আজও সেই কর্মবিরতি চলার জন্য স্যাট এ ডিএ মামলার কোনও শুনানি শুরু হয় নি। স্যাট এর পক্ষ থেকে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভ: এমপ্লওয়েজ এর সাধারণ সম্পাদক এবং এই মামলার প্রধান মামলাকরি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে আবার এই মামলাটি ২২.০৫.১৯ , ১২.৩০ মিনিট স্যাট এ উঠবে শুনানির জন্য।
পরবর্তী ডিএ মামলার শুনানির জন্য মহামান্য ট্রাইবুনালের দিকে তাকিয়ে থাকবে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী।
এর মধ্যে কোলকাতা হাইকোর্টের কর্মবিরতির ১৪ তারিখে উঠার কথা ছিল কিন্তু কর্মবিরতির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্য বার কাউন্সিলের এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২১ মে পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। কবে আইনজীবীরা ফের কাজে যোগ দেবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ২১ শে মে ।
তাহলে যদি ২১ শে মে কোর্টের কর্মবিরতি উঠে যায় তাহলে ২২ শে মে ডিএ মামলার শুনানি শুরু হবে বলে মনে করা হচ্ছে ।