Da Court case latest update on 08.05.2019

0
17

This Post Contents

20190508 1221013615262786024213581

আগের দিন স্যাট এ ডিএ মামলার কোনও শুনানি হয় নি, যেহেতু তখন কোর্টে কর্মবিরতি চলছিল তাই মাননীয় বিচারপতি আজ কে অর্থাৎ ৮ ই মে শুনানির দিন ধার্য্য করেছিলেন কিন্তু আজও কোর্টে কর্মবিরতি চলায় কোনও শুনানি হয় নি।

মামলাকারী কনফেডারেশন অফ সেট: গভ: এমপ্লয়েজি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এর fb পোস্ট থেকে যেটা জানা যাচ্ছে যে এই মামলাটি আবার আগামী ১৫|০৫|১৯ বুধবার ১২|৩০ মিনিটে ডিএ মামলাটি ট্রইবুনালে উঠতে চলেছে।

এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই কর্মবিরতি উঠে।বিভিন্ন কর্মচারী মহল মনে করছে যে এই কর্মবিরতি খুব তাড়াতাড়ি উঠে যাবে।

অপর দিকে গত ৭ তারিখে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাতে জানিয়েছিল যে উভয় পক্ষের হলফনামা পেস করে পুরো মামালটিকে ২ মাসের মধ্যে নিস্পত্তি করতে হবে। এখন দেখার বিষয় এই গুরুত্বপূর্ণ মামলাটি কবে নিস্পত্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here