প্রায় দেড়মাস পর অবশেষে আজ দুপুরে ডিএ মামলার শুনানি শুরু হয়। দীর্ঘদিন আইনজীবীদের কর্মবিরোতির এবং গরমের ছুটি থাকায় বন্ধ ছিল মামলার শুনানি প্রক্রিয়া৷
জানা গিয়েছে,আজ স্যাটে ডিএ সংক্রান্ত নির্দেশিকা পেশ করেছে রাজ্য এবং নিজদের বক্তব্য পেস করে রাজ্য সরকার।
আগামী আগামী 18/06/2019 তারিখে কনফেডারেশন অফ স্টেট গভ: এমপ্লয়েজি এর বক্তব্য শোনা হবে,তারপর রায়দান এর জন্য দিন দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর থেকে ডিএ বৃদ্ধির যে নির্দেশিকা জারি হয়েছিল, তার কপিও পেশ করা হয়েছে রাজ্যের তরফে৷ একই সঙ্গে ভিন রাজ্য কর্মরত সরকারি কর্মীদের কেন্দ্রের হারে ডিএ দেওয়া সংক্রান্ত রিপোর্টও পেশ হয়েছে বলে জানা গিয়েছে।