অবশেষে আজ DA মামলার রায় ঘোষণা রাজ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা স্যাটে। আজ মামলা রায়দানে বিচারকরা সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারেই দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা৷ ষষ্ঠ কমিশন বা একবছরের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ৷
এই নির্দেশ SAT-এর ৷ একইসঙ্গে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য যে আইন আনা দরকার তার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল স্যাট ৷ স্বভাবতই এই রায়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা ৷
কনজিউমার প্রাইস ইনডেক্স মানে সর্বভারতীয় ক্রেতা মূল্য সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা নির্ধারণের কথাও জানানো হয়েছে৷ কিন্তু, স্যাটের এই নির্দেশে স্বাভাবিক ভাবেই অখুশি রাজ্য ৷ রাজ্য সরকার উচ্চ আদালতেও যেতে পারে এই মামলা কোলকাতা হাইকোর্ট ফেরত মামলা তাই এবার কি এই মামলা সুপ্রিম কোর্টে যাবে ? সেটা দেখার বিষয়।
আইনি যুক্তি, পাল্টা যুক্তির লড়াই শেষে ডিএ মামলায় জয় রাজ্য সরকারি কর্মচারীদেরই। দীর্ঘ দিন ধরে এই মামলা কোর্টে আটকে ছিল। প্রথমে SAT তারপর এই মামলা চলে কোলকাতা হাইকোর্টে।
এই দিকে আরও জানা যাচ্ছে যে তিন মাসের মধ্যে রাজ্যকে নির্দেশ প্রকাশ করতে বলেছে কোর্ট , কেন্দ্রের হারে ডিএ দেবার জন্য।