আজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে এই যে, আগামী সোমবার থেকে স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, SSK, MSK-সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে নির্দেশিকা দেওয়া হয়েছে।এবং তা বন্ধ থাকবে আগামী ৩১ শে মার্চ অব্দি ।
স্কুলের ইন্টারনাল পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ঐ নোটিশে ,তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতেও বাড়ন করা হয়েছে ! তবে আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছেন,স্কুল ছুটি থাকলেও ।
এই মুহূর্তে একাধিক নোটিশ জারি হয়েছে সেই গুলো নীচে দেওয়া হয়েছে। পরে আরও কিছু নোটিশ আসলে এখানে দেওয়া হবে তাই নিয়মিত পেজটি ভিজিট করুন।
স্কুল শিক্ষা দপ্তর থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে তা নীচে দেওয়া হল। ↓
রাজ্য সরকারের তরফে জারি করা নোটিশ ↓
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা নোটিশ ↓
উচ্চ শিক্ষা দপ্তরের(উড়িষ্যা) পক্ষ থেকে জারি করা নোটিশ ↓
উচ্চ শিক্ষা সংসদ থেকে জারি করা নোটিশ ↓
প্রাথমিক পর্ষদ থেকে জারি করা নোটিশ …দেওয়া হবে একটু পরে (নীচে)
মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা নোটিশ …দেওয়া হবে একটু পরে