[DOWNLOAD PDF] Online Class Room start in West Bengal from today

0
55

আজ থেকে রাজ্য শিক্ষা দপ্তর Online Class Room শুরু করল প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।ছাত্রছাত্রী সরাসরি এই “মডেল অ্যাক্টিভিটি টাস্ক” গুলিকে সরাসরি PDF ফরম্যাটে DOWNLOAD করে নিতে পারবে,অথবা ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করবে।এই  “মডেল অ্যাক্টিভিটি টাস্ক”গুলির জন্য শিক্ষা দপ্তর বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে ।

সেইগুলি হোলঃ-

# প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে।
# প্রয়োজনে অ্যাক্টিভিটি টাস্কগুলি করার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নেওয়া যেতে পারে।
# বিদ্যালয় খুললে অ্যাক্টিভিটি টাস্কগুলি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
# প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষকদের সহায়তা নিতে পারো।
# প্রয়োজনে বিদ্যালয় শিক্ষক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে ফোন, sms ইমেইল ইত্যাদি মাধ্যমে নিজ স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে পারেন।
# ঘরে বসে খাতায় উত্তর তৈরি করো।
** ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোন অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।
# এই বিষয়ে বিষদে জানতে হলে https://banglarshiksha.gov.in/ ভিজিট করুন

 

CLICK HERE TO DOWNLOAD VIA TELEGRAM APP 

1.প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি অব্দি “মডেল অ্যাক্টিভিটি টাস্ক” DOWNLOAD করুন। নীচে DOWNLOAD  লিঙ্ক দেওয়া আছে ।

2.এর পরে নীচের দেখানো ছবি অনুসারে ACTIVITY TASK E CLICK করুন

ONLINE-CLASS
ONLINE-CLASS

3.এবং নিজের দরকার অনুসারে পিডিএফ গুলো DOWNLOAD করুন

ONLINE-CLASS-DOWNLOAD
ONLINE-CLASS-DOWNLOAD

 

 

 

 

অপরদিকে আগামী কাল থেকে শুরু হচ্ছে  এবিপি আনন্দে অনলাইন ক্লাস রুম । সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য কাল, মঙ্গলবার থেকে ভার্চুয়াল ক্লাস দূরদর্শন, ডিডি বাংলার বদলে এবিপি আনন্দে নেওয়া হবে।বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই ক্লাস হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকেরা।

ছাত্রছাত্রীরা সরাসরি WHATS-APP NUMBER প্রশ্ন করতে পারবেন। NUMBER টি হল- ৯৭৪৮২১৭২০১

নীচে দশম এবং দ্বাদশ শ্রেণির সময় ও বিষয় সূচী দেওয়া হল

ROUTINE-FOR-CLASS-10-AND-12
ROUTINE-FOR-CLASS-10-AND-12

 

প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি অব্দি “মডেল অ্যাক্টিভিটি টাস্ক” DOWNLOAD করতে এখানে ক্লিক করুন  

OR

CLICK HERE TO DOWNLOAD VIA TELEGRAM APP 

স্কুল কবে আবার খুলছে ? কি বলছেন মন্ত্রী? এখানে ক্লিক করুন নিউজটি পড়তে 

COVID-19: CBDT extends Validity of Forms 15G and 15H

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here