{Notice}Where to submit Duare Tran application ? 2021 very big news about Duare Tran scheme

4
66

Duare Tran application:- Today biggest announcement made Honorable CM Mamata Banerjee,She said that for duare tran application are taken in the given time frame. How to write this application,all details notice and guidelines are share in this post.This WB “Duare Tran Scheme” launched by West Bengal Govt for over come this “Yaas Cyclone” Disaster.

Duare Tran application

আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই Duare Tran Scheme এর জন্য অ্যাপ্লিকেশন কোথায় এবং কিভাবে জমা করবেন। আজকের এই পোষ্টে আমরা দেখবো এই WB Duare Tran Scheme নিয়ে বের হওয়া সমস্ত আপডেট।

What is WB Duare Tran Scheme ?

দুয়ারে ত্রাণ হল সাইক্লোন যশ কে মোকাবিলা করার জন্য সরকারের তরফে অর্থ সাহায্য করা স্কিম। এই স্কিমটি ২০২১ সালের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে চলা সুপার সাইক্লোন যশ এর পর চালু করা হয়। এই সাইক্লোন বয়ে যাবার পরে রাজ্যে কিছু কিছু জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি থেকে সাধারণ মানুষকে একটু সাহায্যের জন্য রাজ্য সরকার এই নতুন প্রকল্পটি সূচনা করে।

duare_tran_application_2021
duare_tran_application_2021

How to Write Duare Tran application ?

আজকে মুখ্যমন্ত্রী জানান যে, ‘‘এক সঙ্গে অনেক আবেদন করে যা খুশি তাই লিখে দেওয়া যাবে না। নিজে আবেদন করবেন। ড্রপ বক্সে আবেদন পত্র জমা দেবেন। তিনি আবেদন পত্র নিয়ে সতর্ক হতে বলেন।

Where to submit Duare Tran application ?

আজকে দুয়ারে ত্রাণ প্রকল্প নিয়ে একাধিক আপডেট তিনি তুলে ধরেন। তিনি বলেন অ্যাপ্লিকেশন নিজে হাতে লিখে ড্রপ বক্সে জমা করবেন। শহরাঞ্চলে এসডিও অফিস এবং গ্রামাঞ্চলগুলিতে বিডিও অফিসে এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে ত্রাণের আবেদন জমা দিতে হবে।

কে কত টাকা করে WB Duare Tran Scheme এর মাধ্যমে ত্রাণ পাবেন দেখতে এখানে ক্লিক করুন

wb_duare_tran_application
wb_duare_tran_application

কোন কোন এলাকায় WB Duare Tran Scheme চালু হবে ?

দুয়ারে ত্রাণ প্রকল্প কিন্তু দুয়ারে সরকারের মতো সব ব্লকে হবে না বললেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘সব ব্লকে তো সমস্যা হয়নি। যে যে জায়গায় ইয়াসের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সব জায়গায় টর্নোডোর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সব ব্লকে জল ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ব্লকেই কিন্তু দুয়ারে ত্রাণ-এর শিবির হবে।’’

অর্থাৎ কেবলমাত্র ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেই দুয়ারে ত্রাণ প্রকল্প চালু করা হবে।

duare_tran_application
duare_tran_application

আপনারা যদি এই ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন।

Download_Duare_Tran_Application_Form
Download_Duare_Tran_Application_Form

FAQs

কবে শুরু হবে এই দুয়ারে ত্রাণ প্রকল্প ?

৩ রা জুন থেকে অ্যাপ্লিকেশন জমা করা ।

দুয়ারে ত্রাণ প্রকল্পে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ কবে ?

১৮ ই জুন।

WB Duare Tran Scheme এর এপ্লিকেশন কিভাবে লিখবেন ?

একটি সাদা কাগজে লিখবেন, নিজের হাতে।

একসঙ্গে কত গুলো দুয়ারে ত্রাণ প্রকল্পে অ্যাপ্লিকেশন জমা করা যাবে ?

কেবলমাত্র একটি।

দুয়ারে ত্রাণ প্রকল্পে টাকা কবে থেকে ধুকবে ?

জুলাই মাস থেকে।

Duare Tran application নিয়েয়ার আপডেট পেলে আমরা সেটা এখানে পোষ্ট করবো। ক্লিক করুন এখানে আরও আপডেট পেতে।

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here