This Post Contents
“Eci Issues New Guidelines”.ECI issues guidelines for conducting General Election/Bypoll during COVID-19.ECI issues guidelines For Upcoming Election.We Discuss Here About “ECI Issues New Guidelines PDF”.
ECI Issues New Guidelines,ECI Issues New Guidelines PDF
এই মুহূর্তে নির্বাচন কমিশন নতুন গাইডলাইন জারি করল আসন্ন ভোটের জন্য।করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী তটস্থ সারা বিশ্ব । কিন্তু আসতে আসতে সেই পরিস্থিতি কাঁটিয়ে ধীরেধীরে পুরনো ছন্দে ফেরার কাজ শুরু হয়েছে । এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের (সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের) জন্য নির্বাচন কমিশনের জারি করল একাধিক নয়া নিয়ম ৷ এক নজরে দেখে নেওয়া যাক কিছু নিয়ম কানুন এই পরিস্থিতিতে ।
KIT FOR POLLING OFFICER
পোলিং পারসোনেল দের জন্য ১.Mask,২.Sanitizer ,৩.Face-Shield ,৪.Gloves ইত্যাদি দেওয়া হবে ।
POLLING STATION ARRANGEMENTS
পোলিং ষ্টেশন গুলো সমস্ত সেনিটাইজ করতে হবে ভোটের আগে এবং ভোটের দিনে,টারমাল মেশিন (Thermal Scanner) রাখতে হবে । ভোটারদের বডি হিট মাপতে হবে ।
সোসাল ডিসটেশন মেনে দাঁড়াতে হবে ভোটারদেরকে,১৫ থেকে ২০ জনের বেশি একটি লাইনে দাঁড়ানো যাবে না । তিনটি লাইন করতে হবে মহিলা, পুরুষ এবং PwD/ Senior citizen – দের জন্য ।
ফেস মাস্ক সবাইকে পরতে হবে , কেউ (ভোটার) পরে না আসলে তাঁকে ফেস মাস্ক দিতে হবে ।
ভোটের জন্য হ্যান্ড গ্লাভস পরতে হবে ।
কোনও বুথে ১০০০ এর বেশি ভোটার থাকবে না। বেশি ভোটার হলে সেটিকে ভাঙ্গা হবে দুটি বা একাধিক বুথে।
TRAINING AND CAPACITY BUILDING
বড় হল ঘরে ট্রেনিং দিতে হবে। এবার ইলেকশন অফিসারদের অনলাইনে ট্রেনিং দেওয়া হবে ।
ট্রেনিং এর সমস্ত ভিডিও,ফাইল,ডকুমেণ্ট, ছবি সব অ্যাাপ এবং অনলাইনে আপলোড করা হোবে,সেখান থেকে দরকার পড়লে অফিসাররা ডাউনলোড করতে পারবেন। এর জন্য একটি অ্যাাপ ও আসবে।
আগের থেকে এবারে বেশি পরিমাণ রিজাভ পোলিং পারসোলেন রাখা হবে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুব তাড়াতাড়ি যেন রিপ্লেশ করা যায়।
এই নিয়ে একটি PDF দেওয়া হয়েছে ,সেটি Download করতে এখানে ক্লিক করুন।
ইলেকশন নিয়ে আরও খবরাখবর পড়তে ভিজিট করুন ইলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট eci.gov.in অথবা এখানে ক্লিক করুন । To Read More News Click Here.
[su_youtube url=”“]
FAQs
How To Download ECI New Guidelines ?
By Visiting https://eci.gov.in/
This New Guidelines For Which Election ?
This Guidelines For Conduct Of General Elections/ Bye-elections During Covid-19.
Is Wear Mask Mandatory For Election In India Now ?
Yes.Every One Must Wear Mask.
Is There Any Thermal Scanner At the entry of hall/ room/ premises used for election purposes ?
Yes.
Is This Time Training Of Polling Personnel Is Done Through Online ?
Yes.
No. Of Electors In Polling Station ?
There shall be maximum 1000 electors instead of 1500 electors in a polling
station.