শিক্ষকদের হাজিরা সহ ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে এবার অনলাইনে ব্যবস্থা !

0
106

গত কাল বিধানসভায় স্কুলে শিক্ষকদের হাজিরা এবং ছাত্র শিক্ষক অনুপাত নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে। সেখানে একাধিক বিষয় উঠে আসে। তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে,স্কুলে পঠনপাঠনের মানোন্নয়নে শিক্ষক-ছাত্র অনুপাত সর্বত্র সমান করতে রাজ্য সরকার উদ্যোগী, কোন স্কুলে কত শিক্ষক, কত ছাত্র, প্রতিনিয়ত সে সবের উপর নজর রাখতে অনলাইন ব্যবস্থা চালু হচ্ছে বলেও এ দিন বিধানসভায় জানিয়েছেন ।

অর্থাৎ এবার বাকি কিছু রাজ্যের মত বায়োমেট্রিক এটেডেন্স সিস্টেম ,এই রাজ্যের সমস্ত স্কুলেই চালু করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে।

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

অপর দিকে গতকাল বিধানসভায় ,রাজ্যের স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাতের বিস্তারিত পরিসংখ্যান দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, “স্কুলে ছাত্র-শিক্ষকের সংখ্যা র‍্যাশনালাইজ করতে আমরা অনলাইন ব্যবস্থায় চলে যাচ্ছি।”

তিনি আরও জানান যে,ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে বিভিন্ন লেভেল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শ্রীঘ্রই ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখতে অনলাইনে ব্যবস্থা করা হবে । শিক্ষামন্ত্রী জানান যে, এখন প্রাথমিকে ২০ জন, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিকে ৪১ জন এবং উচ্চ মাধ্যমিকে ৪৯ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক রয়েছেন। তাই ছাত্র-শিক্ষক অনুপাত সন্তোষজনক হলেও এটা র‍্যাশনালাইজ নয় অর্থাৎ বিন্যাস সঠিক নেই। অর্থাৎ এখন রাজ্যের কিছু স্কুল দু-ধরনের সমস্যায় জর্জরিত।1. শিক্ষক আছে ছাত্র নেয় । 2.ছাত্র আছে শিক্ষক নেয় ।

তাই স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখতে এবার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষকের অভাবে বেহাল স্কুল বা পড়ুয়ার অভাবে ধুঁকতে থাকা স্কুল, সব ধরনের তথ্যই এবার কিছু দিনের মধ্যে অনলাইনে পাওয়া যাবে !!

আমাদের এক সোর্স মারফৎ খবর জানতে পারা গিয়েছে সেটা হল। রাজ্য শিক্ষা দপ্তর বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা স্কুলের ছাত্র শিক্ষক অনুপাতন তৈরি করছে। ফলে এই অনুপাত দেখে পরবর্তীতে শিক্ষক নিয়োগ বা পর্যাপ্ত শিক্ষক ট্রান্সফার করা হবে।


FOR WBSSC RECRUITMENT AND COURT CASE NEWS CLICK HERE

MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

MORE PAY COMMISSION NEWS CLICK HERE

LATEST DA NEWS CLICK HERE

PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here