শিক্ষক নিয়োগের উপর আপাতত স্থগিতাদেশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। যে সমস্ত প্রক্রিয়া গুলো চলছে নিয়োগ পত্র দেবার ,তাঁর উপর স্থগিতাদেশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তাঁরা নোটিশে জানিয়েছে যে,খুব শীঘ্রই আবার নিয়োগ পত্র দেওয়ার কাজ শুরু করা হবে। এবং তা যেইদিন শুরু হবে তারা নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
কিন্তু কেন এই শিক্ষক নিয়োগের নিয়োগ পত্র দেবার উপর স্থগিতাদেশ এর নোটিশ জারি করা হল ??
জানা গিয়েছে এখন রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই নিয়োগ পত্র দেওয়ার সেলকে আপাতত বন্ধ রাখা হয়েছে। যখনই মাধ্যমিক পরীক্ষা 2020 শেষ হবে,মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ জারি করে জানিয়ে দেবে যে,আবার কবে নিয়োগ পত্র দেওয়ার কাজ শুরু করবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন
CLICK BELOW TO SEE THE NOTICE