করোনার জন্য থমকে গোটা বিশ্ব।বাদ যাইনি ভারতও।২১ দিনের লকডাউন চলছে দেশে এবং রাজ্যে।এই লকডাউন চলবে ১৪ ই এপ্রিল অব্দি । এর জন্য প্রভাব পরছে অর্থনীতিতে। করোনার জন্য বন্ধ স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়।তাহলে এই সময়ে শিক্ষক শিক্ষিকাদের GENERAL/MUTUAL/DISTRICT/SPECIAL TRANSFER কি হবে ??
[READ MORE CLICK HERE>আপাতত শিক্ষক নিয়োগ নিয়ে ভাবছি না : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়]
করোনা সংক্রমণের আগে রাজ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল সরকার। চাকরিরত শিক্ষকদের নিজ নিজ জেলায় বদলির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।সেই নিয়ে শিক্ষা দপ্তর কাজ শুরু করে দিয়েছিল।প্রাথমিক পর্ষদ শিক্ষক-শিক্ষিকাদের ডাটাও তৈরি করে ফেলেছিল। একই সঙ্গে GENERAL/MUTUAL/SPECIAL TRANSFER(জেনারেল,মিউচুয়াল,স্পেশাল ট্রান্সফার) প্রক্রিয়াও চলছিল।
এই করোনার জন্য এবার কি আটকে যেতে চলেছে এই সমস্ত TRANSFER(ট্রান্সফার) প্রক্রিয়া ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।মারণ করোনা ভাইরাসের ফলে সব কিছুই থমকে দিয়েছে।যত দূর জানা গিয়েছে এই করোনার কোপে এবার TRANSFER(ট্রান্সফার) প্রক্রিয়াও বন্ধ হতে চলেছে।
ফলে এই ট্রান্সফার আবার কবে শুরু হবে তা নিয়ে এখন বিশেষ কিছু জানা যায়নি।কিন্তু মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অব্দি এই ট্রান্সফার প্রক্রিয়াও বন্ধ। যখন লকডাউন উঠে যাবে এবং স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় আবার খুলে যাবে তখন আবার এই TRANSFER(ট্রান্সফার) প্রক্রিয়াও শুরু হবে।এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কাছে।
[READ MORE CLICK HERE>]
[Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal ]