আজ একদিকে নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সভা অনুষ্ঠিত হবে আবার অন্য দিকে অনশন আজ ১৩ দিনের মাধায় পা দিলো।
আজ একটা সুখবর আসতে চলেছে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বলে জানা যাচ্ছে । তবে প্রাথমিক শিক্ষকরা যে নায্য বেতন কাঠামো পরিবর্তন নিয়ে অনশন চালাচ্ছে সেই বেতন কাঠামো অর্থাৎ পে বেন্ড ৯৩০০ থেকে ৩৪৮০০ সেই বেতন পাওয়ার সম্ভাবনা কম।
যেটা বিভিন্ন খবর থেকে প্রকাশ পাচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের যে বর্তমান বেতন ক্রম অর্থাৎ পে বেন্ড ৫৪০০ থেকে ২৫২০০ এবং গ্রেড পে ২৬০০ সেখান থেকে বেড়ে পে বেন্ড ৭১০০ থেকে ৩৭৬০০ এবং গ্রেড পে ৩৬০০ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
যার আনুষ্ঠানিক ঘোষণা আজ প্রবল সম্ভাবনা। তবে অতীতেও এই রকম আসা জাগিয়ে কিছুই ঘোষণা হয় নি সেই রকম ও নজির আছে।
নিজের বেতন ঐ অনুসারে বৃদ্ধি পেলে আপনার বেতন কতটা বৃদ্ধি পেতে দেখতে এখানে ক্লিক করুন ।
তাই বিভিন্ন শিক্ষক সংগঠন এবং সর্বোপরি প্রাথমিক শিক্ষক সমাবেশের দিকে তাকিয়ে থাকবে এবং এও দেখার বিষয় যে কিছু ঘোষণা হলে অনশনকারীরা সেটা মানবে কি না।