Here is a list of what will remain open all over India with effect from 20th April 2020

0
14

This Post Contents

একদিকে লকডাউন জন্য বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশকে। সেই সঙ্গে কাজ হারাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আপনারা আগেই জানেন ২০ এপ্রিলের পর থেকে বেশ কিছু বিষয়ে শিথিলতা অবলম্বন করছে। আজ কোন কোন বিষয়ে শিথিলতা দেওয়া হবে সেই নিয়ে এক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ ৷

তিনি আজ এই বিষয়ে টুইট করেন জানান যে, স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে পণ্য পরিবহণ, কৃষি ও অন্যান্য ক্ষেত্রকে সতর্কতা অবলম্বন করে কাজ শুরু করতে হবে । 

COVID-19 এর মোকাবিলা করতে দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন ৷ যা চলবে আগামী ৩ রা মে অব্দি । লকডাউনের ২৭ দিনে দেশের আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকটি ক্ষেত্র শিথিল করছে কেন্দ্র ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, হটস্পট ও সংলগ্ন অঞ্চল বাদে বাকি অংশে কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়মে শিথিল করা হচ্ছে ৷ 

 

চলুন আমারা একনজরে দেখেনি কোন কোন বিষয়ে আজ থেকে ছার মিলছে।  যদিও এটা মনে রাখতে হবে এই ছাড়ের মাঝেও সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সঙ্গে মাস্ক ব্যবহার করতে হবে।

 

 

SOCIAL-MGNREGA

# সামাজিক ক্ষেত্র # 100 দিনের কাজ  (সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক   ব্যবহার বাধ্যতামূলক)

PUBLIC-MOVEMENT-ONLINE

# গ্যাস, পানীয় জল, বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা
# আন্তঃরাজ্য পণ্য পরিবহণ #জরুরি পণ্য পরিষেবা #অনলাইনে শিক্ষা ব্যবস্থা

ANIMAL-FINANCIALS

#প্রাণী সম্পদ বিকাশ
#অর্থনৈতিক ক্ষেত্র (ব্যাঙ্ক, ATM)

FISH-TEA-COFFEE

#মাছ চাষ (সমুদ্র/ভূমিতে)
#50 শতাংশ শ্রমিক নিয়ে চা-কফি- রাবার গাছ চাষের মতো কাজ

HEALTH-AGRICULTURE

#সমস্ত চিকিৎসা পরিষেবা ,আয়ুষ প্রকল্পও থাকছে,

#সমস্ত কৃষি ও উদ্যান পালন

 

 

commercial and private establishments
commercial and private establishments

#জরুরি পণ্য পরিষেবা #বাণিজ্যিক ও বেসরকারী সংস্থা

industrial-construction
industrial-construction

#নির্মাণ শিল্পের কাজ #সরকারি ও বেসরকারি শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান

private-govt-work
private-govt-work

 

#প্রাইভেট গাড়ি (জরুরি পরিষেবা, সরকারি ছাড়ের আওতায় পড়ে এমন কাজের জায়গায় যাওয়ার জন্য ব্যবহৃত)
# কেন্দ্রের, কেন্দ্র শাসিত অঞ্চলের ও রাজ্যের সরকারি অফিস

##Not applicable in the containment zone

 

 

Click below t read all latest article

শিক্ষামন্ত্রী : মামলা আটকে দিয়েছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া

Notice From School Education Department Of West Bengal

WB JOBS VACANCY 2020 : SALARY,AGE,QUALIFICATION,APPLICATION

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here