মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর অনেকে এই করোনা (Corona) স্বেচ্ছাসেবক (Volunteer) হতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু বেশির ভাগ আবেদনকারীর অভিযোগ করছিলেন যে,যেই ফোন নাম্বার ঘোষণা করা হয়েছে সেখানে ফোন লাগছে না। আজ করোনা (Corona) স্বেচ্ছাসেবক (Volunteer) নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে রাজ্য সরকার।
নোটিশে জানানো হয়েছে কেউ জদি,ডাক্তার/নার্স/প্যারামেডিক বা অন্য কাজে (doctor/nurse/paramedics or other work ) রাজ্য সরকারকে এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করতে চাই তাহলে নীচে দেওয়া মেল আইডি তে মেল করতে পারে। এর জন্য একটা ফিক্সড বেতন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
covid19volunteers.wb@gmail.com |
মেল করার আগে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। সেখানে নিজের নাম,মোবাইল নাম্বার,ঠিকানা,জন্ম তারিখ,মেল আইডি,এখন কোথাও কাজ করছেন কি না,কি অভিজ্ঞতা আছে ইত্যাদি লিখে মেল করতে হবে নির্দিষ্ট ফর্মে। নীচে নোটিশটি এবং ফর্মটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে । কিছুক্ষণ ( ১ মিনিট) অপেক্ষা করার পর ডাউনলোড করতে পারবেন। টাইম কাউনট হচ্ছে দেখতে পাবেন।
[su_button id=”download” url=”https://www.wbhealth.gov.in/uploaded_files/other_files/volnteer.pdf” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]
আরও পড়ুন
Covid19volunteer
I am a yoga&physiotharapist i want to joint job in covid19volunteers .