গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক আধিকারিকদেরকে নিয়ে নাবান্নে বৈঠক করেন।সেখানে তিনি একাধিক বিষয় নিয়ে ঘোষণা করেন।বিমার মেয়াদ থেকে শুরু করে যাদের রেশন কার্ড নেই তাঁদেরও জন্য জুরুরি ভিত্তিতে রেশন দেওয়ার ঘোষণা করেন।
গত কাল তিনি জানান যে,রাজ্য সরকার স্বেচ্ছাসেবক (Volunteer) নিয়োগ করবে এই করোনা (covid 19) পরিস্থিতি মোকাবিলা করতে।দেশে করোনা (covid 19) আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতে কিছু স্বেচ্ছাসেবক (Volunteer) নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান যে,কোনও ভাবে কেউ যদি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী হয় তবে সেটা রাজ্য সরকারকে জানাতে হবে। রাজ্য প্রয়োজন মতো তাঁদের সঙ্গে যোগাযোগ করে নেবে।নীচে আবেদনের পদ্ধতি দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক (Volunteer) |
# যারা স্বাস্থ্যর সঙ্গে যুক্ত বা স্বাস্থ্য বিষয়ে জ্ঞান আছে তাঁরা এই সময় স্বেচ্ছাসেবক (Volunteer) হিসাবে রাজ্যের পাশে এই কঠিন পরিস্তিতিতে দাড়াতে পারে। |
# যারা আগ্রহী তাঁরা নীচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিজেরা আগ্রহী কি না সেটা রাজ্য সরকারকে জানাতে হবে। |
# “ভলেন্টিয়ার(Volunteer)” হিসেবে যাঁরা কাজ করতে চান, তাঁরা ০৩৩-২৩৪১-২৬০০ নম্বরে যোগাযোগ করুন। |
# এই নম্বরে ফোন করে আপনার নাম্বার দিন, কী কাজ করতে চান বিস্তারিত বলুন। |
# পরে রাজ্য সরকার আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। |
# নীচে একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখে সম্পূর্ণ আইডিয়া পাবেন। |
এছাড়াও গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করেন
# রাজ্য সরকারি কর্মীদের ১ তারিখেই বেতন |
# রাজ্য সরকারি কর্মীরা যদি মনে করে ১ মাসের বেতন অগ্রিম হিসাবে নিতে পারবেন। |
# অগ্রিম হিসাবে বেতন নিতে হলে আবেদন করতে হবে। |
# দুমাসের সামাজিক পেনশন একসঙ্গে দেওয়া হবে। |
# এপ্রিল-মে মাসের সামাজিক পেনশন একসঙ্গে |
# দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিষ্টির দোকান খোলা। খোলা থাকবে মুদির দোকানও |
# রেশন কার্ড না থাকলে অস্থায়ী রেশন কার্ড |
# চিকিৎসক, নার্স, আশা, অঙ্গনওয়াড়ি, অ্যাম্বুল্যান্স, ওষুধ সরবরাহ-কর্মী, পুলিশ ও তাঁদের পরিবারের জন্য দশ লক্ষ টাকার বিমা |
তিনি গতকাল গরিবমানুষদের জন্য রেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন,তিনি জানান যে,লকডাউন পর্বে রাজ্যে যাতে কেউ অভুক্ত না-থাকেন তা নিশ্চিত করতে অতিরিক্ত ২০ লক্ষ গরিব মানুষকে আরও পাঁচ কেজি করে খাদ্যশস্য দেবে সরকার। যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের সাময়িক ভিত্তিতে অস্থায়ী রেশন কার্ড দেওয়ার জন্য খাদ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন ১ মাসের অগ্রিম বেতন পাবেন কর্মচারীরা,রাজ্যে লকডাউননের সময়সীমা বাড়ল]
[আরও পড়ুনঃ- সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার]
TO READ PENSIONERS NEWS CLICK HERE
TO CALCULATE PENSION AND SALARY IN 6TH PAY COMMISSION CLICK HERE
Surojit mondal viil. Abhiram pur . Bagrakanda. ps. Sainthia . Hatara.Birbhum.731201