ROPA 2019 প্রকাশ হয়েছে এবং সেই ROPA দিয়ে আপনারা নিজেদের বেতন বৃদ্ধির হিসাব নিকাশ সমস্ত করতে শুরু করেও দিয়েছেন ইতিমধ্যে।কিন্তু একটা প্রশ্নও হয়তো বা আপনাদের মনে দানা বাঁধছে যে কোন তারিখে আপনি option benefit নেবেন সেটা ০১/০১/২০১৬ না ০২/০৭/২০১৬? সেই প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই পোস্ট এ।
প্রথমে আপনাকে জানতে হবে যে এই option benefit টা আসলে কি ??
এটা আসলে একটা তারিখ। সেটা আপনি ঠিক করবেন যে,আপনি কোন দিন থেকে পে কমিশনের benefit নিতে চান ।
অর্থাৎ আপনি যদি ০১/০১/২০১৬ তে option নেন তাহলে আপনি পে কমিশন এর বেনিফিট ঐ দিন থেকে পাবেন এবং আপনি যদি ০২/০৭/২০১৬ থেকে নেন তাহলে আপনি সেই দিন থেকেই 6th pay commission এর সমস্ত benefit পাবেন।
জিনিস টা যতটা শুনতে সহজ মনে হচ্ছে এই option benefit টা তাঁর থেকেও অনেক জটিল।
কারণ এর উপর আপনার বেতন বৃদ্ধির ভাগ্য অনেকটা নির্ভর করবে । কিভাবে দেখুন :—
উদাহরণ ০১:::—
ধরুন একজন কর্মচারীর বেসিক পে ০১/০১/২০১৬ তে ৯৮০০ টাকা এবং গ্রেড পে ছিল ২১০০ টাকা । সে ঠিক করলো যে ,সে ঐ দিন অর্থাৎ ০১/০১/২০১৬ তে option বেনিফিট নেবে। ফলে তাঁর বেতন বৃদ্ধি হবে:–
৯৮০০×২.৫৭= ২৫,২০০ টাকা
Pay matrix অনুসারে তাঁর বেসিক পে ফিট হবে ২৫,৬০০ টাকায়।
এর পর সে চারটি ইনক্রিমেন্ট পাবে।
০১/০৭/২০১৬:- ২৬,৪০০
০১/০৭/২০১৭:- ২৭,২০০
০১/০৭/২০১৮:- ২৮,০০০
০১/০৭/২০১৯:- ২৮,৮০০
ফলে ০১/০১/২০২০ তে তাঁর বেসিক পে দাঁড়াবে ২৮,৮০০ টাকা।
ঐ একই ব্যক্তি যদি ০২/০৭/২০১৬ তে option benefit নেই তাহলে তার হিসাব হবে:-
৯৮০০×৩%= ১০,১০০ (০১/০৭/২০১৬)
এর পর পে কমিশনের pay fixation হবে ০২/০৭/২০১৬ তে তাঁর option অনুসারে।
ফলে তারা বেসিক হবে:–
১০,১০০×২.৫৭= ২৬,০০০
Pay matrix অনুসারে তাঁর বেসিক পে ফিট হবে ২৬,৪০০ টাকায়।
এর পর সে তিনটি ইনক্রিমেন্ট পাবেন।
০১/০৭/২০১৭:- ২৭,২০০
০১/০৭/২০১৮:- ২৮,০০০
০১/০৭/২০১৯:- ২৮,৮০০
ফলে ০১/০১/২০২০ তে তাঁর বেসিক পে দাঁড়াবে ২৮,৮০০ টাকা।
অর্থাৎ এই ব্যক্তি ০১/০১/২০১৬ বা ০২/০৭/২০১৬ যাই নেক না কেন তার বেতন কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না।
উদাহরণ ০২:::—
ধরুন একজন কর্মচারীর বেসিক পে ০১/০১/২০১৬ তে ৯৫৬০ টাকা এবং গ্রেড পে ছিল ১৯০০ টাকা । সে ঠিক করলো যে ,সে ঐ দিন অর্থাৎ ০১/০১/২০১৬ তে option বেনিফিট নেবে।
ফলে তাঁর বেতন বৃদ্ধি হবে:–
৯৫৬০×২.৫৭= ২৪,৫৫৯
Pay matrix অনুসারে তাঁর বেসিক পে ফিট হবে ২৪,৬০০ টাকায়।
এর পর সে চারটি ইনক্রিমেন্ট পাবেন।
০১/০৭/২০১৬:- ২৫,৩০০
০১/০৭/২০১৭:- ২৬,১০০
০১/০৭/২০১৮:- ২৬,৯০০
০১/০৭/২০১৯:- ২৭,৭০০
ফলে ০১/০১/২০২০ তে তাঁর বেসিক পে দাঁড়াবে ২৭,৭০০ টাকা।
ঐ একই ব্যক্তি যদি ০২/০৭/২০১৬ তে option benefit নেই তাহলে তার হিসাব হবে:-
৯৫৬০×৩%= ৯৮৫০ (০১/০৭/২০১৬)
এর পর পে কমিশনের pay fixation হবে ০২/০৭/২০১৬ তে তাঁর option অনুসারে।
ফলে তার বেসিক হবে:–
৯৮৫০×২.৫৭= ২৫,৩১৫
Pay matrix অনুসারে তাঁর বেসিক পে ফিট হবে ২৬,১০০ টাকায়।
এর পর সে তিনটি ইনক্রিমেন্ট পাবেন।
০১/০৭/২০১৭:- ২৬,৯০০
০১/০৭/২০১৮:- ২৭,৭০০
০১/০৭/২০১৯:- ২৮,৫০০
ফলে ০১/০১/২০২০ তে তাঁর বেসিক পে দাঁড়াবে ২৮,৫০০ টাকা।
অর্থাৎ ঐ একই ব্যক্তি যদি ০১/০১/২০১৬ না নিয়ে ০২/০৭/২০১৬ নিতেন তাহলে তাঁর বেতন ৮০০ (২৮,৫০০-২৭,৭০০) টাকা বেশি পেতেন। এর উপর DA, HRA আছে।
ফলে নিজের বেতনের হিসাব নিজে করুন এবং দেখুন কোন তারিখে অপশন নিলে বেশি বেতন হচ্ছে সেটা নিন।
এর পরে option বেনিফিট এর যে তিনটিভাগ আছে a,b,c সেটা নিয়ে পরের টপিক এ আলোচনা করবো।
তাই সবসময় মনে রাখবেন যে,পে কমিশন এ option ঠিক ঠাক নিলে বেতন বৃদ্ধির অনেক বেশি সুবিধা পাওয়া যায়। তাই ভালো করে হিসাব করে option নিন।
📌📌রোপা ২০১৯ অনুযায়ী সরকারি কর্মচারীরা ০১.০১.২০১৬ থেকে ২৫.০৯.২০১৯ তারিখের মধ্যে প্রমোশন, আপগ্রেডেশন বা অন্য কোন বেনিফিট পেলে সেই তারিখ হতে পে কমিশনের সুবিধা নিতে পারবেন। এতে ঐ বেনিফিট পাওয়ার পর হওয়া নুতন বেসিক পে এর সঙ্গে ২.৫৭ গুণ করা হবে। যা অনেকটাই লাভজনক হবে। এর জন্য রোপা Fixation ফর্মের সঙ্গে একটি অপশন ফর্ম দেওয়া আছে তাতে আপনি কোন তারিখ হতে পে কমিশনের সুবিধা নিতে চান তা উল্লেখ করে দিতে হবে।
তবে এই সুবিধা টিচাররা পাবে কিনা তা নির্ভর করবে Education Department যে রোপা ২০১৯ ম্যাচিং অর্ডার প্রকাশ করবে তার ওপর।
Sir,
With due respect bolchi keu jodi July maser increment nie Pay Commission er benefit nite chai tahole take option date dite hobe 01.07.2016
02.07.2016 option date deoata technically vul…. Karon govt. jodi arrear dito tahole ekdiner arrear kom petam….echarao eta jodi January month hoto tahole 1st January er jaygai 2nd January hoar jonno next July maser increment paoa jetona.
Regards and Thanks
My date of Joining is 26.11.2016. I GOT 8 YEARS OF BENEFIT ON 26.11.2017. I GOT PROMOTION ON 21.02.2019 BUT I TOOK ONLY DIFFERENCE BETWEEN G.P ON THAT DAY AND OPTED FOR PAY FIXATION ON 01.07.2019.
01.01.2016 BASIC 7980+2600= 10580
01.07.2016 BASIC 8300+2600=10900
01.07.2017 BASIC 8630+2600=11230
26.11.2017 BASIC 8970+3600=13680
1.7.2018 BASIC 9330+2900= 12230
01.07.2019 BASIC 10080+3600=13680
IF I OPTED FOR OPTION ON AND FROM 02.07.2019 THE THERE WILL BE BENEFIT. CAN I GIVE MY OPTION FROM THAT DATE?
📌📌রোপা ২০১৯ অনুযায়ী সরকারি কর্মচারীরা ০১.০১.২০১৬ থেকে ২৫.০৯.২০১৯ তারিখের মধ্যে প্রমোশন, আপগ্রেডেশন বা অন্য কোন বেনিফিট পেলে সেই তারিখ হতে পে কমিশনের সুবিধা নিতে পারবেন। এতে ঐ বেনিফিট পাওয়ার পর হওয়া নুতন বেসিক পে এর সঙ্গে ২.৫৭ গুণ করা হবে। যা অনেকটাই লাভজনক হবে। এর জন্য রোপা Fixation ফর্মের সঙ্গে একটি অপশন ফর্ম দেওয়া আছে তাতে আপনি কোন তারিখ হতে পে কমিশনের সুবিধা নিতে চান তা উল্লেখ করে দিতে হবে।
তবে এই সুবিধা টিচাররা পাবে কিনা তা নির্ভর করবে Education Department যে রোপা ২০১৯ ম্যাচিং অর্ডার প্রকাশ করবে তার ওপর।
EXACTLY
Sir,
With due respect bolchi keu jodi July maser increment nie Pay Commission er benefit nite chai tahole take option date dite hobe 01.07.2016
02.07.2016 option date deoata technically vul…. Karon govt. jodi arrear dito tahole ekdiner arrear kom petam….echarao eta jodi January month hoto tahole 1st January er jaygai 2nd January hoar jonno next July maser increment paoa jetona.
Regards and Thanks
NITE PARE OPTION 2.A
primary techer der akei option thakle, option date 1/8/2019 deoa jabe.
Amar date of joining 27/09/2016
Joining ar somai grade pay 3600
Basic pay 11280 Ami Kata increment pabo ara total koto salary hobe
My date of Joining is 26.11.2016. I GOT 8 YEARS OF BENEFIT ON 26.11.2017. I GOT PROMOTION ON 21.02.2019 BUT I TOOK ONLY DIFFERENCE BETWEEN G.P ON THAT DAY AND OPTED FOR PAY FIXATION ON 01.07.2019.
01.01.2016 BASIC 7980+2600= 10580
01.07.2016 BASIC 8300+2600=10900
01.07.2017 BASIC 8630+2600=11230
26.11.2017 BASIC 8970+3600=13680
1.7.2018 BASIC 9330+2900= 12230
01.07.2019 BASIC 10080+3600=13680
IF I OPTED FOR OPTION ON AND FROM 02.07.2019 THE THERE WILL BE BENEFIT. CAN I GIVE MY OPTION FROM THAT DATE?
my date of joining is 26.11.2009 instead of 26.11.26.11.2016
amar khetre ki option 2.c newa jabe from 02.07.2019