উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে,দেখুন তারিখ ঘোষণা করা হল

0
16

20190513 1858161137096061996649593এই মাত্র উচ্চমাধ্যমিক রেজাল্টের দিন প্রকাশ করা হল।আগামী 27th মে তে উচ্চমাধ্যমিক এর রেজাল্ট প্রকাশ করা হবে।বেলা 10 টার সময় প্রেস কনফারেন্স করে রেজাল্ট পাব্লিশ হবে।তার পরে 10.30 টার সময়ে ডিস্ট্রিবিউশন ক্যাম থেকে মার্ক সীট দেওয়া হবে।

screenshot 20190513 185533 com6980244771612266094 e1557762346244

কিভাবে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল:
সংসদের তিনটি অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in, wbresults.nic.in এবং wb.allresults.nic.in. এ ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল। প্রার্থীকে (WB12 Roll number) লিখে 58888 অথবা 5676750 নম্বরে পাঠাতে হবে ৷

 

চলতিবছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ১৩ মার্চ পর্যন্ত চলে পরীক্ষা৷ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন৷ এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ছিল বেশি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here