This Post Contents
HS Exam 2020 Resultঃ- WB Higher Secondary Result out on 17th July.Candidate can check HS Exam 2020 Result@wbchse.We here share our view point and latest updates about HS Exam 2020 Result.
HS Exam 2020 Result@wbchse,WB Higher Secondary Result
আজ খুব একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা নিয়ে। ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন 17 ই জুলাই । এবার উচ্চমাধ্যমিকের তিনদিনের পরীক্ষা হয়নি । সেই পরীক্ষার মূল্যায়ণ কিভাবে হবে সেটা আগেই জানি রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

গতকালকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেয়েছে সেখানে প্রকাশ পেয়েছে । অপরদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল । HS Exam Result@wbchse সাইট থেকে চেক করে নিতে পারবেন। এবার । HS Exam 2020 Result নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য থাকছে , যে নিচে আলোচনা করা হয়েছে।

WB Higher Secondary Result
এবারে করোনা পরিস্থিতির জন্য উচ্চমাধ্যমিকের তিনদিনের পরীক্ষা হয়নি । তাই এবারের উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে একটু আলাদা ভাবে ।যে সমস্ত পরীক্ষা হয়েছে তার সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ঐ বাকি পরীক্ষার নাম্বার দেওয়া হবে। এই নিয়ে অনেক তথ্য আপনাদেরকে সঙ্গে শেয়ার করা হয়েছে । এখানে ক্লিক করে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়ে সমস্ত বিষয় জানতে পারবেন ।
অনেক ওয়েবসাইট আগে থেকে Registration করে রাখলে । রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে সেটা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়। হবে আবার আপনারা যদি চান তাহলে এসএমএস করে উচ্চমাধ্যমিকে রেজাল্ট চেক করতে পারবেন । তার জন্য নির্দিষ্ট ফরম্যাট সেটা নিচে দেয়া হয়েছে ।
SMS এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল চেক করা যাবে তার জন্য নির্দিষ্ট এসএমএস টাইপ করতে হবে যা নিচে দেওয়া আছে । WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে অথবা ৫৪২৪২ নম্বরে পাঠাতে হবে ।
WB12<Space><Roll No>to 54242
WB12<Space><Roll No>to 5676750
WB12<Space><Roll No> to 56263
আগামীকাল বিকাল 4 টা থেকে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট । অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজেদের রোল নাম্বার দিয়ে জানতে পারবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট । আমরা আপনাদের সামনে আগামীকাল তুলে ধরবো উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাই আগামীকাল দুপুর বেলা থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকবেন । আমরা নিজেদের ওয়েবসাইটে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়া নিয়ে । রেজাল্ট চেক করতে হলে বেশ কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে নীচে । নীচের ওয়েবসাইট গুলো দেওয়া হয়েছে সেগুলি আপনার চেক করতে পারেন।
| wbchse.nic.in |
| www.exametc.com |
| wbresults.nic.in |
| www.indiaresults.com |
| www.schools9.com |
| www.results.shiksha |
| www.telegraphindia.com |
| www.fastresult.in |
| https://bengali.news18.com/ |

{Very Big News}West Bengal HS Result 2020 Out,Higher Secondary Result@wbresults.nic.in > Click Here to get Latest updates about today(17.07.2020 HS Result and Admission Process In Colleges)
এবারের উচ্চমাধ্যমিকের মেধা তালিকা কি প্রকাশিত হবে ?
এবারের মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হলেও উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে না বলে জানা গিয়েছে । যেহেতু তিনদিনের পরীক্ষা হয়নি তাই এবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে না ।
মার্কশিট এবং সার্টিফিকেট নির্দিষ্ট দিনে ডিস্ট্রিক্ট করা হবে । ছাত্রছাত্রীরা কোনোভাবেই মার্কশিট এবং সার্টিফিকেট আনতে স্কুলে যাবে না । তাদের অভিভাবকরা স্কুলে যাবে ,অভিভাবকরা নির্দিষ্ট দিনে স্কুলে গিয়ে নিজেদের ছেলেমেয়েদের সেই মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পেয়ে যাবে । কিন্তু এর জন্য আরও কিছু তথ্য সামনে আসবে পরে। তাই সেই সমস্ত তথ্য আমরা আপনাদের সামনে আনবো । তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে । রেজাল্ট বেরোনোর পর সেই সমস্ত তথ্য সামনে আসবে ,সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে । আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে , সেই সমস্ত প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করুন । আপনারা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।


![[DIRECT LINK]WB HS RESULT 2024,WB HS RESULT 2024 CHECK ONLINE,WB HIGHER SECONDARY RESULT 2024! HS_Result_2022](https://www.wbedu.in/wp-content/uploads/2022/06/HS_Result_2022-218x150.jpg)
![[DOWNLOAD-PDF] WBCHSE EXAM DATE 2025,2025 HS Exam Routine PDF,2025 HS exam routine PDF West Bengal board wbchse_exam_date_2025](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wbchse_exam_date_2025-218x150.jpg)
![[PDF] Madrasah TET Exam date 2023 , WB Madrasah service commission exam date 2023,very big news Madrasah_TET_Exam_date_2023](https://www.wbedu.in/wp-content/uploads/2024/01/Madrasah_TET_Exam_date_2023-218x150.png)
