HS Result 2020 Contact your Institution Meaning,WBCHSE HS Result

1
73

On 17th July This Year WBCHSE HS Result Declared.On Some Cases Candidate are found Contact your Institution Meaning In The Result Page. Here You Discuss All Notice and Updates about HS Result 2020 “Contact your Institution” Meaning.

HS Result 2020 Contact your Institution Meaning,WBCHSE HS Result

এই বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবার রেজাল্টের সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট চেক করতে পারলেও এবার সঙ্গে সঙ্গে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কবে দেওয়া হবে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট দেখতে এখানে ক্লিক করুন।

West-Bengal-HS-Result-2020-Out
West-Bengal-HS-Result-2020-Out

যেহেতু পরীক্ষার্থীরা এবার অনলাইনের ভরসা করে রেজাল্ট চেক করেছে সেই ক্ষেত্রে কিছু অসুবিধা হয়েছে কিছু পরীক্ষার্থীদের কাছে । যেমন কিছু পরীক্ষার্থী অভিযোগ করেছে যে তাঁরা যখন অনলাইনে রেজাল্ট চেক করতে যাচ্ছে তখন তাঁদের রেজাল্ট “Contact your Institution” দেখাচ্ছে। ফলে এই নিয়ে তাঁরা চিন্তিত। কারন এই করোনা পরিস্থিতির জন্য স্কুল বন্ধ ফলে তাঁরা বুঝে উঠতে পারছে না এই HS Result 2020 Contact your Institution Meaning টা কি।

HS Result 2020 Contact your Institution Meaning
HS Result 2020 Contact your Institution Meaning

এই সমস্যা দূর করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অবশেষে নোটিশ জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, HS Result 2020 Contact your Institution Meaning এর আসল অর্থ হল যারা এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য (disqualified) হয়েছে। এই নিয়ে WBCHSE নোটিশ জারি করেছে যা উপরে দেওয়া হয়েছে , ঐ নোটিশটি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক নিয়ে যাবতীয় লেটেস্ট খবরাখবর পড়তে এবং কবে কোথায় মার্কশিট এবং সার্টিফিকেট দেবে সেই সম্পর্কে জানতে আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here