HS Result 2022-উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ,সবার আগে রেজাল্ট সঙ্গে মেধাতালিকা | কোন ওয়েবসাইটে রেজাল্ট | Very big news

0
72

HS Result 2022-আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ,সবার আগে রেজাল্ট দেখুন ,সঙ্গে মেধাতালিকা । কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট ? তা নীচে দেওয়া হয়েছে। আজকের 2022 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাবে । উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ{WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION}। পরীক্ষার্থীরা নিচের দেওয়া ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে {hs result 2022 check online} তাদের রেজাল্ট দেখতে পারবে । রেজাল্ট নিয়ে বিস্তারিত আপডেট তথ্য নিচে শেয়ার করা হয়েছে।

আপনাদের মনে আছে যে এ বছর অর্থাৎ 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল হোম সেন্টারে । কিন্তু WB HS Exam 2023 সালের পরীক্ষার হোম সেন্টারে নেওয়া হবে না বলে খবরা-খবর বেরিয়ে এসেছে। যদিও আজকে আনুষ্ঠানিক ঘোষণা হবে ,সেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ।

২০২২ সালের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকার পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

HS Result 2022

Live Result Updates- (১)এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০, ৮৬২ জন, (২) ২০ জুন থেকে ৫ জুলাই রিভিউ ও স্ক্রুটিনির {PPS & PPR}সময় (৩) এই বছর মোট পাশের হারে ৮৮.৪৪%. ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর। (৪) ২য় মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। (৫) অনলাইনে আজ ১২টা থেকেই মার্কশিট ,(৬) ২০২৩ সালের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসে হবে , (৭) হোম সেন্টারে ২০২৩ সালের পরীক্ষা হবে না , (৮)পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ, পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। পরের বার পুরো সিলেবাসে পরীক্ষা। (৯) প্রথম দশে ২৭২ জন। ছাত্র ১৪৪, বাকিরা ছাত্রী।

আজকে ১০ই জুন শুক্রবার ,প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের {WB HS Result 2022}ফলাফল ।আজ 11 টার সময় আনুষ্ঠানিক ঘোষণা করবে উচ্চমাধ্যমিক {WBCHSE} শিক্ষা সংসদ । পরীক্ষার্থীরা দুপুর 12 টা থেকে নীচে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবে । কিভাবে রেজাল্ট দেখা যাবে ,তাঁর সমস্ত তথ্য আপডেট নিচে শেয়ার করা হয়েছে । এ বছর প্রায় সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকের পরীক্ষা জন্য আবেদন করেছিল । রেকর্ড দিনের মাথায় আজ এবছর উচ্চ মাধ্যমিকের {HS Result 2022} ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পরীক্ষার্থীদের মধ্যে তুমুল কৌতুহল রয়েছে এবারের রেজাল্ট নিয়ে। এবারেও প্রথম থেকে দশম স্থানাধিকারী অর্থাৎ মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ , তাঁর পূর্ণাঙ্গ রিপোর্ট নীচে দেখা যাবে।

উচ্চ প্রাথমিক নিয়োগ আপডেট পেতে এখানে ক্লিক করুন।

WBCHSE HS Result Merit List or HS 2022 topper list {Top Ten Rank Holders In 2022 WB HS Exam}

RankNameResult
1stঅদিশা দেব শর্মা {দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া}৪৯৮
2ndসায়নদীপ সামন্ত {পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।}৪৯৭
3rdপাঠভবনের রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি।৪৯৬
4thচতুর্থ হয়েছে আট জন{চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের।}৪৯৫
5thপঞ্চম স্থানে ১১ জন৪৯৪
6th৩২ জন ৪৯৩
7thউচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন{কাজী শামীম আক্তার,}।৪৯২
8thমোট ৫৫ জন {শোভীক দাস, }৪৯১
9thনবম স্থানে রয়েছেন ৫৪ জন।৪৯০
10th ৬৯ জন৪৮৯
HS Result 2022{HS 2022 topper list}

প্রাথমিক শিক্ষক নিয়োগ আপডেট পেতে এখানে ক্লিক করুন।

HS_Result_2022
HS_Result_2022
কর্মচারীদের ডিএ নিয়ে হিসাব করতে এখানে ক্লিক করুন।{ কত পরিমাণ বকেয়া ডিএ আছে দেখুন}

দুপুর 12 টা থেকে আপনারা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানা যাবে । আজ ফল প্রকাশিত হলেও ছাত্রছাত্রীরা মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবে ২০ই জুন বা তার পরে । স্কুলগুলিতে কবে মার্কশিট এবং শংসাপত্র দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ,সেই নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে । এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৪৬ হাজার এর কাছাকাছি । এবছর প্রথম নিজের স্কুলে পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রীরা। 2রা এপ্রিল থেকে শুরু হয়েছিল পরীক্ষা ,শেষ হয়েছিল 27 শে এপ্রিল। এপ্রিল মাসে অনেকবার পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছিল।

কিভাবে দেখবেন ২০২২ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ? How to see HS Result 2022?

icds_supervisor_result_2021_West_Bengal
HS Result 2022

hs result 2022 check online

Website NameSMSMobile App
http://wbresults.nic.in
www.exametc.com(SMS WB12 space< Roll number> to 56070)
www.results.shikshaWBCHSE Results 2022
www.indiaresults.com (SMS WB12 space< Roll number> to 5676750)
www.jagranjosh.com
www.technoindiagroup.com
https://abpananda.abplive.in/
www.news18bangla.com
abpeducation.com
www.aajkaal.in
https://bangla.hindustantimes.com/
https://www.indiatoday.in/education-today
HS Result 2022{hs result 2022 west bengal board website}

বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । সেখানে আগের বিজ্ঞপ্তি যেটা বলা হয়েছিল যে ১১.৩০ থেকে অনলাইনে রেজাল্ট প্রকাশ করা যাবে, সেটাকে চেঞ্জ করে দুপুর 12 টায় অনলাইনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে বলে ঘোষণা করা হয় । এছাড়াও এসএমএস এবং অনলাইন পোর্টালের মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানা যাবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করে।

এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক ২০২২ সালের পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ শে এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশের পরে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের। যে শিক্ষার্থীদের রেজাল্টে সমস্যা থাকবে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনে, সব দিক পর্যালোচনা করে উচ্চ শিক্ষা সংসদে যোগাযোগ করতে হবে।

০৮/০৬/২০২২ তারিখে যে নোটিশটি জারি করে উচ্চ শিক্ষা সংসদ , সেখানে বলা হয়েছে- “H.S ফলাফল 2022 প্রকাশের বিষয়ে আমাদের পূর্ববর্তী মেমো নং.L/PR/98/2022 তারিখ: 03/06/2022 এর ধারাবাহিকতায়, এটি জানানো যাচ্ছে যে শিক্ষার্থীরা অনলাইন ওয়েব পোর্টাল, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে (তালিকা যার মধ্যে ইতিমধ্যেই আমাদের পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে) 10-06-2022 তারিখে 11:30 AM এর পরিবর্তে দুপুর 12 টা থেকে।”

কিভাবে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ডাউনলোড করবেন? How to download WBCHSE HS Result 2022?

  • প্রথমেই আপনাদের wbresults.nic.in এই সাইটটি ভিজিট করতে হবে।
  • সেখানে আপনারা “WBCHSE HS Result 2022” link দেখতে পাবেন।
  • ঐ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এর পর আপনাদেরকে ওখানে উচ্চ মাধ্যমিকের Roll No এবং Date of Birth দিতে হবে।
  • আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে।
  • এটা ডাউনলোড করে রেখে দেবেন।

FAQs

কখন উচ্চ মাধ্যমিক ২০২২ সালের রেজাল্ট প্রকাশিত হবে?

আজকে বেলা ১১ টায় রেজাল্ট প্রকাশিত হবে।

এই বছরে কি উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত করা হবে?

হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত করা হবে। উপরে তাঁর লিস্ট দেওয়া হবে, যখন সেই লিস্ট সামনে আসবে।

কিভাবে রেজাল্ট চেক করা যাবে উচ্চ মাধ্যমিক ২০২২ সালের?

১.প্রথমেই আপনাদের wbresults.nic.in এই সাইটটি ভিজিট করতে হবে।
২.সেখানে আপনারা “WBCHSE HS Result 2022” link দেখতে পাবেন।
৩.ঐ লিঙ্কে ক্লিক করতে হবে।
৪.এর পর আপনাদেরকে ওখানে উচ্চ মাধ্যমিকের Roll No এবং Date of Birth দিতে হবে।
৫.আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে।
৬.এটা ডাউনলোড করে রেখে দেবেন।

উচ্চ মাধ্যমিক ২০২২ সালের রেজাল্ট কবে পরীক্ষার্থিরা হাতে পাবে?

২০ জুন বা তাঁর পরে,নিজেদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থিরা তাঁদের রেজাল্ট হাতে পাবে।

অনালাইনে কখন থেকে উচ্চ মাধ্যমিক ২০২২ সালের রেজাল্ট চেক করা যাবে?

বেলা ১২ টা থেকে উপরের দেওয়া ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here