১ মাসের অগ্রিম বেতন পাবেন কর্মচারীরা,রাজ্যে লকডাউননের সময়সীমা বাড়ল

4
27

বাড়ল লকডাউনের (lockdown) সময়সীমা।কেন্দ্র সরকারের ঘোষিত ২১ দিনের লকডাউন (lockdown) চলছে যা শেষ হবে ১৪ এপ্রিল। আজ নবান্নের দলীয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।সেখানে একাধিক বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন। ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন (lockdown)। নবান্নে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী। 

সঙ্গে তিনি সাধারণ মানুষকে আরও সচেতন করেন আজ।দেশে এবং রাজ্যে বেরেই চলেছে করোনার (COVID-19) আক্রান্তের সংখ্যা।সবমিলিয়ে করোটার (COVID-19) কাঁটায় তটস্থ গোটা রাজ্য।পরিস্থিতি  পর্যাচলোচনা করতে দফায় দফায় বৈঠক করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি আজ সরকারি কর্মচারী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের জন্য বড়সড় ঘোষণা করলেন । করোনা পরিস্থিতির জেরে সরকারি কর্মচারীরা প্রয়োজনে এক মাসের অগ্রিম বেতন তুলতে পারবেন বলেও জানিয়েছেন তিনি৷ নীচে ভিডিওটি দেওয়া আছে। এর সঙ্গে তিনি পরিষ্কার ভাবে জানিয়েদেন যে, কারোর যদি রেশন কার্ড না থাকে তাহলে এই কঠিন পরিস্থিতিতে সেও যেন রেশন পাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য অস্থায়ী কার্ডের ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ 

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন (lockdown) জারি থাকলেও খোলা থাকবে জরুরি পরিষেবা। হাসপাতাল, বাজার, ব্য়াঙ্কের সমস্ত সুবিধাই পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই লকডাউন (lockdown) চলাকালিন যাঁরা ভলান্টিয়ার করতে চান তাঁরানবান্নে যোগাযোগ করতে পারেন। তাঁদেরকে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

 


[আরও পড়ুনঃ- সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার]

TO READ PENSIONERS NEWS CLICK HERE

TO CALCULATE PENSION AND SALARY IN 6TH PAY COMMISSION CLICK HERE

TO READ MORE NEWS LIKE THAT PLEASE CLICK HERE

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here